Indian mens tt team wins gold tt team playing tt holding prize
পঞ্চম সোনা জিতল ভারত, গ্রাফিক্স: বাহক

বাহক নিউজ় ব্যুরো: টেবিল টেনিসে পঞ্চম সোনা জিতল ভারত। বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতল ভারত। এই সোনা জিতেছে ভারতের পুরুষ দল। এর কিছুক্ষণ আগেই ভারত জয় করে চতুর্থ সোনা। মূলত ভারতের মহিলা দল লন বল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হয়ে চতুর্থ সোনার পদক নিজেদের নামে লিখিয়ে নেয়। প্রসঙ্গত, এর আগে তিনটি সোনা ভারোত্তোলন থেকে এসেছিল।

আরও পড়ুন: Lawn Bowl: আবারও ‘স্বর্ণবিজয়’, লন বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোনা জয় ভারতের

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ টেবিল টেনিসের ফাইনাল ম্যাচটিতে ভারত ও সিঙ্গাপুর পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। এই ম্যাচে প্রথমে ডাবলসে ও টাইয়ে নামেন সাথিয়ান গণনাসেকরন (Sathiyan Gnanasekaran) ও হরমীত দেশাই (Harmeet Desai)। এঁদের মুখোমুখি ছিলেন সিঙ্গাপুরের ইয়ং কোয়েক এবং ইউ পাংয়েরা। এক্ষেত্রে ভারতের জুটি  ১৩-১১, ১১-৭ ও ১১-৫ স্কোরলাইন বজায় রাখে। যার ফলে বিনা অসুবিধাতেই ভারতকে টাইয়ে এগিয়ে যায়।

আরও পড়ুন: BREAKING NEWS: লালবাজার চত্বর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

এরপরে অভিজ্ঞ ভারতীয় প্যাডলার শরত কমল (Sharat Kamal) নেমেই প্রথম গেমে জে ইউয়ের কাছে প্রথম গেমেই ৭-১১ স্কোরলাইনে হেরে যান। তবে, দ্বিতীয় গেমে তিনি ১৪-১২ স্কোরলাইন বজায় রাখার মাধ্যমে জয় সুনিশ্চিত করেন। কিন্তু, শেষ দুই গেমে ৩-১১ ও ৯-১১ স্কোরলাইনের জন্য হেরে যায় ভারত। অর্থাৎ, দুই দেশ দুই ম্যাচে একটি একটি করে জয়ের খেতাব নিজের পকেটে রাখে। এই অবস্থায় টাইয়ে রুদ্ধশ্বাস অবস্থায় ম্যাচ শুরু করেন সাথিয়ান গণনাসেকরন। তিনি এসেই যদিও একটি গেমে হেরে যান। তবে, আগত চারটি তিনি ১২-১০, ৭-১১, ১১-৭ ও ১১-৪ স্কোরলাইন বজায় রাখেন  ইউ পাংকের বিরুদ্ধে। সবশেষে তিন ম্যাচে ২-১ বজায়। তবে, এই বিভাগে জয় সুনিশ্চিত হয়েছে সিঙ্গেলস ম্যাচে হরমীতের পারফমেন্সের কারণে। এটি ছিল তাঁর প্রথম সিঙ্গেলস। আর এতেই তিনি জয়ী হয়ে ভারতের সোনার পদক জয় একশন শতাংশ সুনিশ্চিত করেন।