বাহক নিউজ় ব্যুরো: বারমিংহাম কমনওয়েলথ গেমস ২০২২(Commonwealth Games 2022)-এ লন বল (Lawn Bowls) ম্যাচে ভারতীয় মহিলা টিম জিতল সোনা। ভারতের (India) এই জয়কে ঐতিহাসিক জয় বলে মনে করা হয়েছে। মঙ্গলবারে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলে ভারত জিতল সোনা। দুর্দান্ত পারফমেন্সের মাধ্যমে এই খেতাব জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ ব্যবধানে হারিয়ে জয়ের খাতায় নাম লিখিয়ে নিল ভারত।
আরও পড়ুন: BREAKING NEWS: লালবাজার চত্বর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা
এর আগে ভারত সেমিফাইনালে (Semi Final) উল্লেখযোগ্য পারফমেন্স দেখিয়েছিল। নিউজিল্যান্ডকে ১৬-১৩ ব্যবধানে হারিয়ে ভারত ফাইনালে (Final) নিজের জায়গা বানিয়ে নেয়। ফাইনালে জায়গা বানানোর মাধ্যমেই নিজেদের জয় অনেকটা সুনিশ্চিত করে নিয়েছিল ভারত। তবে, ফাইনালের ম্যাচ কিছুদুর এগোনোর পরেই জয়ের সম্ভাবনার আকাশে দেখা দেয় কালো মেঘ।
আরও পড়ুন: Al Qaeda Chief Ayman Al Zawahiri: মার্কিন ড্রোন হামলায় খতম আলকায়দা প্রধান, ঘোষণা বাইডেনের
কিন্তু, লন বলের ভারতের মহিলা টিম সেই কালো মেঘের পরোয়া করেনি। শেষ পর্যন্ত নিজের জয় ১০০ শতাংশ সুনিশ্চিত করেই ছাড়ে ভারত। উল্লেখ্য, ম্যাচের শুরুতে যেখানে ধাপে ধাপে ভারতের মেয়ের এগোতে এগোতে ১০-৮ এর ব্যবধানে পৌঁছে গেছিল। সেখানে এরপরেই দক্ষিণ আফ্রিকার মহিলা দল নিজের পা শক্ত করতে শুরু করে দেয়। এই অবস্থায় একসময় রীতিমতো প্রচন্ড চাপ সৃষ্টি হলেও, স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে ভারতের মেয়েরা। অবশেষে সোনার খেতাব নিজের নামে করে ভারতের মহিলা দল।