প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য! প্রিয়াঙ্কা ও কেজরিওয়ালকে নোটিশ পাঠাল কমিশন। জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau:  বিজেপি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ তুলেছিল, যার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শো-কজ নোটিশ পাঠিয়েছে। বিজেপির তরফ থেকে এই দুই বিরোধী নেতা ও নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল কমিশনে, যার প্রেক্ষিতে মঙ্গলবার তাঁদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ দুইজনকেই চলতি বছরের ১৬ই নভেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ৷

বিজেপি, আম আদমি পার্টির দুটি পোস্ট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল। ওই পোস্টগুলিতে শিল্পপতি গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু দাবি করেছিল আপ। এর বিরুদ্ধেই বিজেপি অভিযোগ জানায় কমিশনে। এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠায় কমিশন। এই নোটিশে কমিশন জানিয়েছে, আপের ওই পোস্টগুলি প্রাথমিকভাবে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে বলে মনে হচ্ছে৷ এইদিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকেও শো-কজ নোটিশ পাঠায় জাতীয় নির্বাচন কমিশন ৷

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আসলে, প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি মধ্যপ্রদেশের সানওয়ের বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অপমানজনক ও মিথ্যে মন্তব্য করেছেন বলে বিজেপির অভিযোগ৷ এই অভিযোগের প্রেক্ষিতেই প্রিয়াঙ্কাকে এদিন নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে ১৬ই নভেম্বর রাত্রি ৮ টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে৷ প্রিয়াঙ্কা ভোট প্রচারে গিয়ে দাবি করেছিলেন, নরেন্দ্র মোদি সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়েছে ৷

এই বিষয়েই বিজেপি তুলেছে আপত্তি। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে পাঠানো নোটিশে কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি উত্তর না আসে তাঁদের তরফ থেকে তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে তাঁদের কোনোরকম বক্তব্য নেই ৷ তখন কমিশন নিয়ম মেনে প্রধামন্ত্রীর অপমানের জন্য সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: মারা গেলেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। তিনি কে ছিলেন? আসুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে

আরও পড়ুন: এবার চলবে বিশেষ মেট্রো! কবে, কখন মিলবে পরিষেবা? জানুন বিশদে

আরও পড়ুন: KL Rahul: ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি করে নজির গড়লেন কে এল রাহুল!

 

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)