International Anti-corruption day 2023 1
International Anti-corruption Day 2023 : আজ ২১তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, কেন পালিত হয়? জানুন ইতিহাস ও তাৎপর্য, গ্রাফিক্স; বাহক

Bahok News Bureau: আজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (International Anti-corruption Day 2023)। ‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতিসংঘ। জাতিসংঘ  সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক)-এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। জাতিসংঘ ২০০৩ সালে এই দিনকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। এবার ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

কেন “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” (International Anti-corruption Day) পালিত হয়?

দুর্নীতি বিশ্বব্যাপী সমাজের মধ্যে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং সমতার বিনষ্ট করে । প্রতি বছর ৯ ই ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস (International Anti-corruption Day 2023) পালিত হয়। এই দিনটি ব্যাপক সমস্যা মোকাবেলা এবং নির্মূল করার জন্য প্রয়োজনীয় সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক হিসাবে কাজ করে। জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত এই স্মারক, সমস্ত সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা বৃদ্ধির জন্য সাহায্য করে। বিশ্বব্যাপী সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করে। সেই কারণে আজকের দিনটি বিভিন্ন অঞ্চলে পতাকা উত্তোলনের মাধ্যমে ঘটা করে পালিত হয়ে থাকে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” পালন করার উদ্দেশ্য: (Purpose of International Anti-corruption Day)

১) নাগরিকদের ক্ষমতায়ন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নাগরিকদের ক্ষমতায়ন করা সম্প্রদায়গুলিকে তাদের নেতা এবং প্রতিষ্ঠানের কাছ থেকে জবাবদিহিতা এবং স্বচ্ছতা দাবি করতে সক্ষম করে।
২) জবাবদিহিতার পক্ষে ওকালতি: দুর্নীতি দমনের জন্য ব্যক্তি ও সংস্থাকে তাদের কর্মের জন্য জবাবদিহিতার দায়বদ্ধ রাখা অপরিহার্য। বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং দুর্নীতিবাজ আচরণের জন্য কঠোর শাস্তি কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩) স্বচ্ছতার প্রচার: শাসন, ব্যবসা এবং প্রতিষ্ঠানে স্বচ্ছতাকে উত্সাহিত করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মৌলিক। উন্মুক্ত যোগাযোগ এবং জবাবদিহিতার উপর জোর দেওয়া দুর্নীতির অভ্যাস প্রশমিত করতে সাহায্য করে।
৪) সচেতনতা বৃদ্ধি:  দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সরকারকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষিত করা।

“আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস” (International Anti-corruption Day Significance) পালনের তাৎপর্য:

দুর্নীতি বিভিন্ন ধরনের। যেকোনো প্রকারের দুর্নীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে। অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং জনগণের আস্থা নষ্ট করে। আত্মসাৎ, ঘুষ থেকে স্বজনপ্রীতি এবং জালিয়াতি পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্নীতি সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। যা উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশকে একইভাবে প্রভাবিত করে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস (International Anti-corruption Day) স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতিকে উৎসাহিত করে সকল স্তরে দুর্নীতি প্রতিরোধ ও মোকাবেলার জন্য সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে।

Central Government Policy : কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সমস্ত WB Sales Representatives Union-এর বিক্ষোভ! কেন এই বিক্ষোভ? জানুন বিস্তারিত

 

 

 

Train Accident: বেওয়ারে ট্রেন দুর্ঘটনা! স্টপারের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ৪টি বগি, হতাহতের সংখ্যা কত?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)