বাহক নিউজ় ব্যুরো: আমেরিকার ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে এক বিশাল সৌরঝড়। এর ফলে বিপর্যস্ত হতে পারে গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবা। এবং এটা চলতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত।
অর্থাৎ বোঝা যাচ্ছে এই ঝড় যদি সত্যিই পৃথিবীর ওপর আছড়ে পড়ে তবে কার্যত ইন্টারনেট পরিষেবা ব্যহত হতে পারে, এবং এরফলে পৃথিবীর সমস্ত ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে কারণ এখন বেশিরভাগ জিনিসই ইন্টারনেট নির্ভরশীল।
বিজ্ঞানের পরিভাষায় এই ধরণের সৌরঝড়কে বলা হয় ‘করোনাল মাস ইজেকশন’। আমেরিকার ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জানা গিয়েছে যে ধরণের সৌরঝড় এবার আসতে চলেছে সেই ধরণের ঝড় আগে এসেছে ১৮৫৯ ও ১৯২১ সালে। সুতরাং বলা যেতে পারে যে দীর্ঘ ১০০ বছর পর আবার এই সৌরঝড় পৃথিবীর আশঙ্কা বাড়িয়ে দিতে চলেছে। ১৯২১ সালে যে সৌরঝড় এসেছিল তাতে পৃথিবীর ব্যাপক ক্ষতি হয়েছিল, কারণ পৃথিবী ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে ফাটল ধরে গিয়েছিল যার ফলে পৃথিবীতে ঢুকে গিয়েছিল প্রচুর বিষাক্ত সৌরকণা ও বিষাক্ত রশ্মি। এরপরে এই ধরণের সৌরঝড় আছড়ে পড়েছিল ১৯৮৯ সালে পৃথিবীতে, যার ফলে কানাডায় ৯ ঘন্টার জন্য ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল।
গবেষণায় আরো জানা গেছে একেবারে ১৩ ঘন্টার মধ্যে এই সৌরঝড় ধেয়ে আসতে পারে পৃথিবীর দিকে এবং এটাই সবচেয়ে বড়ো চিন্তার বিষয়। কারণ সৌরঝড় কখন ভয়ঙ্কর হয়ে উঠবে তা কেউ জানেনা আর এত কম সময়ে তা পৃথিবীর ওপর আছড়ে পড়লে এর থেকে প্রতিকার পাওয়া মুশকিল হয়ে উঠবে। উল্লেখ্য এমন সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা প্রতি দশকে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশ অবধি থাকে।