Bahok News Bureau : যেকোনো ব্যাটারির জীবনকাল কখনোই চিরকালের জন্য স্থায়ী হতে পারে না, সে ঘড়ির ব্যাটারি হোক কিংবা স্মার্টফোনের (Smart Phone / iphone battery) ব্যাটারি। আমাদের স্মার্টফোনের ব্যাটারীগুলি ক্রমাগত ব্যবহারের ফলে ধীরে ধীরে তা কার্যক্ষমতা হারাতে থাকে। এর ফলস্বরূপ আমাদেরকে একাধিকবার মোবাইল ফোন চার্জ দিতে হয়। একটি নতুন ডিভাইস কেনার পর তা কয়েক সপ্তাহের জন্য ভালোভাবে আমরা যত্ন নিই, কিন্তু এর কয়েক মাস পরই আমরা আর সেভাবে যত্ন নিই না। যতদিন যায় ফোনের সাথে সাথে ব্যাটারি ও পুরনো হতে থাকে। এর ফলে ব্যাটারির স্থায়িত্বকাল কমতে থাকে এবং ঘন ঘন আমাদের মোবাইলকে চার্জে বসাতে হয়।

তবে জানেন কি আপনার দামি আইফোনের ব্যাটারিটি ( iPhone Battery)  খারাপ হলেও নতুন আইফোন কেনার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং তার পরিবর্তে আপনি ব্যাটারিটি প্রতিস্থাপন করে আইফোনটি পুনরায় ব্যবহার করতে পারেন। আজ আমরা আপনাদের মোবাইল ব্যাটারির কিছু বিশেষ লক্ষণ সম্পর্কে বলতে চলেছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের আইফোনের ব্যাটারিটি খারাপ হতে চলেছে। আসুন তবে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আইফোনে কি ধরনের ব্যাটারি ব্যবহৃত হয় এবং কেনো? 

আইফোনে (iPhone) লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, কারণ এর মাধ্যমে দ্রুত চার্জ হয়। এমনকি, এতে চার্জও বেশি সময় থাকে। সাধারণত আইফোনের ব্যাটারির (iPhone Battery) স্থায়ীত্বকাল দুই থেকে তিন বছর, তবে এটি ব্যবহারকারীর ব্যবহারের উপর সম্পূর্ণ নির্ভর করে যে মোবাইলটি কতদিন ভালো থাকবে।

কখন বুঝবেন যে, এবার আপনার ফোনের ব্যাটারিটি পাল্টাতে হবে?

প্রথমত, যদি দেখেন আপনার মোবাইল ফোনের (iPhone Battery) ব্যাটারিটি ফুলে উঠেছে, সেক্ষেত্রে নিশ্চিত ভাবে আপনাকে ব্যাটারি পাল্টাতে হবে। ব্যাটারির ফুলে ওঠার পেছনের কারণ হলো ফোনটিকে অধিক পরিমাণে চার্জ করা, ব্যাটারিতে কোনো আঘাত লাগা কিংবা ব্যাটারিটি অনেক পুরনো হয়ে যাওয়া প্রভৃতি। তাই আপনি যদি লক্ষ্য করেন আপনার ফোনের ব্যাটারিটি ফুলে উঠেছে, তবে তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী আইফোন স্টোরে নিয়ে গিয়ে তা পরিবর্তন করতে হবে।

দ্বিতীয়ত, যদি দেখেন আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি চার্জ করার কিছুক্ষনের মধ্যেই চার্জ কমতে শুরু করে, তাহলে ধরে নিতে পারেন ফোনের ব্যাটারিটি খারাপ হতে শুরু করেছে। একবার ব্যাটারি খারাপ হয়ে গেলে তার প্রভাব ফোনের উপরও পড়ে। তাই আগে থাকতেই সতর্ক থাকুন। আপনি প্রয়োজনে আপনার আইফোনের ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন।

তৃতীয়ত, আপনি আপনার আইফোনের সেটিংসে গিয়ে ব্যাটারি হেলথ এবং চার্জিং (Battery Health and Charging) অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার ব্যাটারি কি অবস্থায় রয়েছে। অ্যাপেল দাবি করে যে, যদি আপনার ব্যাটারির হেলথ ৮০ শতাংশ থাকে, তবে আপনার ব্যাটারিটি ভালো রয়েছে। আর যদি তা না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারিটি পরিবর্তন করার সময় এসে গেছে।

চতুর্থত, আপনি যদি দেখেন আপনার আইফোনটি অতিরিক্ত গরম হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারিটি খারাপ হয়েছে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি পরিবর্তন করতে হবে।

 

 

Online  Earning Scam : বাড়িতে বসে অনলাইনে আয় কেলেঙ্কারিতে ১৪ লক্ষ টাকা হারালেন এক ব্যক্তি!  কিভাবে এটি ঘটলো?  এ ধরনের কেলেঙ্কারি থেকে বাঁচার  উপায় কি? জানুন বিস্তারিত

Winter Depression: শীতকালে বেশি মন খারাপ করছে? ক্লান্তি-বিষন্নতায় ভুগছেন? অবসাদ অন্য সময়ের থেকে এই ঋতুতে বেশি চেপে ধরেছে? জানুন আসল কারণ

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।