Table of Contents
Bahok News Bureau : গোটা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে এখন শুধুই আইপিএল ঝর। আজ দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে আইপিএল মিনি নিলামের আসর (IPL Mini Auction 2024)। আইপিএল শুরু হতে এখনো মাস চারেক বাকি। আর তার আগেই আইপিএল ২০২৩ (IPL 2023) নিয়ে উঠলো দুর্নীতির অভিযোগ। কিন্তু কেনো? আসুন জেনে নেওয়া যাক আদতে এই অভিযোগের আসল কারণ সম্পর্কে বিস্তারিত।
কি কারণে উঠলো অভিযোগ?
আইপিএল ২০২৩ (IPL 2023) নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। আসলে বেআইনিভাবে আইপিএল সম্প্রচারের অভিযোগ উঠেছে এক জুয়া সংস্থার বিরুদ্ধে। জানা গেছে, সম্প্রচারকারী সংস্থা ভায়াকম১৮ (Viacom 18) , প্রায় ১০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। জুয়া সংস্থার অ্যাপে বেআইনি ভাবে সরাসরি আইপিএল সম্প্রচার করানো হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি জুয়া সংস্থায় কাজ করতেন। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম গুলাম আব্বাস মুনি (Gulam A Muni), বয়স ৫১ বছর। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ।
নাম জড়িয়েছে শাহরুখ কন্যার
পুলিশের নজরে রয়েছেন একাধিক বলি তারকারা। এমনকি এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে বলিউড বাদশা শাহরুখ কন্যা সুহানা খানের (Suhana Khan)। ভায়াকম১৮-এর করা অভিযোগ অনুযায়ী, জুয়া সংস্থার অ্যাপে বেআইনি ভাবে সরাসরি আইপিএল সম্প্রচার করানো হয়েছে। জুয়া সংস্থাটির হয়ে প্রচার করেছিলেন বলিউডের বিভিন্ন তারকা। জানা গেছে যে, ওই জুয়া সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন সুহানা। শুধু তিনি নন, এই তালিকায় রয়েছে সঞ্জয় দত্ত, গায়ক বাদশাহ, জ্যাকলিন ফার্নান্ডেজে, তামান্না ভাটিয়া প্রমুখের নাম। এই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তারকারা কি বলছেন এই বিষয়ে?
সঞ্জয় দত্ত (Sanjay Dutt), জ্যাকলিন এবং বাদশাহ প্রমুখ তারকারা জানিয়েছেন যে, তিনটি বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। সেই চুক্তি করেছিলেন মুনি নামের ওই অভিযুক্ত ব্যক্তিটি, যিনি ইংল্যান্ডের একটি ফোন নম্বর দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বেআইনিভাবে আইপিএল দেখানোর বিষয়টি ওই তারকারা জানতেন কি না, সেই বিষয়টি এখন খতিয়ে দেখছে মহারাষ্ট্র (Maharashtra) পুলিশ।
Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে! পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৮
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।