Table of Contents
Bahok News Bureau: আগামী ২০২৪ সালের আইপিএল-এর জন্য নিলাম বসবে আগামী ১৯শে ডিসেম্বর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুবাইয়ে (Dubai) এই নিলামের আয়োজন করেছে। নিলামের আগে গতকাল অর্থাৎ ১১ই ডিসেম্বর ক্রিকেট তারকাদের নিলামের চূড়ান্ত তালিকা (IPL 2024 Auction List Announced) প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। এই তালিকায় বিশ্বকাপজয়ী ট্র্যাভিস হেড (Travis Head) এবং প্যাট কামিন্স (Pat Cummins) সহ ৩৩৩ জন ক্রিকেট তারকার নাম রয়েছে, যারা এবারের নিমালে উঠতে চলেছেন।
নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো আইপিএল (IPL announced the final list of auctions):
আগামী ২০২৪ সালের আইপিএল টুর্নামেন্ট (IPL 2024) মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। কারণ এরপরই জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলা রয়েছে, যেটি অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে। আইপিএল-এর নিলামী প্রক্রিয়ার জন্য বিশ্বের ১১৬৬ জন ক্রিকেটার রেজিস্টার্ড করেছিল। সেখান থেকে নিলামের জন্য মোট ৩৩৩ জন খেলোয়াড়ের নামের চূড়ান্ত তালিকা (IPL 2024 Auction List Announced) প্রকাশ করেছে আইপিএল। এর মধ্যে ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশী ক্রিকেটার রয়েছেন। যার মধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৭৭ জন খেলোয়াড়কে বেছে নেবে। এই নিলামে সবচেয়ে বেশি টাকা অর্থাৎ ৩৮.১৫ কোটি টাকা নিয়ে বসবে গুজরাট টাইটান্স (Gujarat Titans)।
২ কোটি টাকার ব্রাকেটে রয়েছেন কারা? (Which player is in the Rs 2 crore bracket?)
আগামী নিলামী প্রক্রিয়ার জন্য সর্বাধিক বেশ মূল্য রাখা হয়েছে ২ কোটি টাকা। মোট ২৩ জন ক্রিকেটার নিজেদের মূল্য ২ কোটি টাকার ক্যাটাগরিতে রেখেছেন। এর মধ্যে রয়েছেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, হ্যারি ব্রুক, রাইলি রুসো, জেরাল্ড কোয়েটজে,ক্রিস ওকস। ভারতের তিন ক্রিকেটার তথা হর্ষল প্যাটেল, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুরও নিজেদের সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে রেখেছেন।
মোট ১৩ জন ক্রিকেটার নিজেদের মূল্য দেড় কোটির ব্র্যাকেটে রেখেছেন। তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সাড়া ফেললেও নিজেকে ২ কোটি টাকার ব্র্যাকেটে রাখেননি নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। তিনি নিজের নুন্যতম মূল্য রেখেছেন ৫০ লক্ষ টাকা। নিলামে কোন খেলোয়াড়ের মূল্য সর্বাধিক ওঠে, এবার তাই দেখার বিষয়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।