Table of Contents
Bahok News Bureau : আজ অর্থাৎ চলতি বছরের ২৯শে ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় (Coca-Cola Arena) বসবে আইপিএল মিনি নিলামের আসর (IPL Mini Auction 2024)। লিগের গত ১৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বিদেশের মাটিতে আয়োজিত হবে নিলাম। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ১১৬৬ জন খেলোয়াড়ের মধ্যে ৩৩৩ জন খেলোয়াড়ের নাম সংক্ষিপ্ত করেছে, যারা আইপিএল ২০২৪ (IPL 2024) নিলামে প্রবেশ করবে। (IPL Auction 2024 – Mallika Sagar)
বিসিসিআই কী জানিয়েছে?
বিসিসিআই (BCCI) জানিয়েছে যে, কে এবারের মিনি নিলাম পরিচালনা করবেন। এখনো পর্যন্ত বিদেশি নিলামকারীরা আইপিএলে খেলোয়াড়দের জন্য বিড ডাকতেন, কিন্তু এবার এই কাজ করতে চলেছেন একজন ভারতীয়। আর অবাক করার বিষয় হলো তিনি একজন মহিলা। বিসিসিআই নিশ্চিত করেছে যে, দুবাইয়ে (Dubai) আজকের এই অনুষ্ঠানের জন্য নতুন নিলামকারী হবেন মল্লিকা সাগর। মনে করা হচ্ছে মল্লিকা সাগরকে নিয়োগ দিয়ে বিসিসিআই বিদেশি নিলামকারীদের সরিয়ে দিতে চাইছে। আসুন জেনে নেওয়া যাক কে এই মল্লিকা।
মল্লিকা সাগর কে? (Who is Mallika Sagar?)
২০১৮ পর্যন্ত আইপিএলের নিলাম সামলেছেন নামি নিলামকারী রিচার্ড ম্যাডলে। তারপর নিলামের হাতুড়ি উঠেছিল হিউ এডমেডিসের হাতে। দু-বছর আগে মেগা নিলাম চলাকালীন-ই অসুস্থ হয়ে পড়েন এডমেডিস। অস্থায়ীভাবে দায়িত্ব সামলান চারু শর্মা। আইপিএলে সর্বশেষ বিদেশী নিলামকারী হিউ এডমিডসের স্থলাভিষিক্ত হবেন ৪৮ বছর বয়সী মল্লিকা সাগর (Mallika Sagar)। মল্লিকা উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম দুটি নিলাম পরিচালনা করেছিলেন। মল্লিকা ফিলাডেলফিয়ার ব্রাইন মাওর কলেজ থেকে শিল্পের ইতিহাস অধ্যয়ন করেছেন। ২০০১ সালে নিলাম কোম্পানী ক্রিস্টির মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। মল্লিকা ২৬ বছর বয়সে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। নিলামকারী হিসাবে তাঁর ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রো কাবাডি লিগে নিলামকারীও হয়েছেন।
৭০ জন খেলোয়াড়ের জন্য বিড করা হবে
আইপিএল ২০২৪ (IPL 2024) নিলামে সর্বাধিক ৭০ জন খেলোয়াড়ের জন্য বিড করা হবে। গতবারের মতো এবারও বিদেশি খেলোয়াড়ের জন্য বেশি পরিমাণ দর হবে বলে আশা করা হচ্ছে। ৩৩৩ জন খেলোয়াড়কে ১৯টি ভিন্ন সেটে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার, স্পিনার, ক্যাপড এবং আনক্যাপড খেলোয়াড়। প্রতিটি সেটের ভিত্তিতে বিডিং করা হবে।
উল্লেখ্য, নিলাম শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টায়। ৩৩৩ জন খেলোয়াড়ের তালিকা ইতিমধ্যেই জারি করে দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ৩৩৩ জন প্লেয়ারের মধ্যে ২১৪ জন জন ভারতীয়। ১১৯ জন বিদেশি প্লেয়ার। ১১১ জন ক্যাপড ও ২১৫ জন আপক্যাপ্ড প্লেয়ার রয়েছেন। আইপিএল নিলামের ইতিহাসে প্রথমবারের মতো একজন ভারতীয় মহিলাকে নিলামকারীর ভূমিকায় দেখা যাবে।
Bihar : গুলি করে হত্যা নাবালককে! তিনদিন পর পাওয়া গেলো মৃতদেহ! মামলার তদন্তে পুলিশ! জানুন বিস্তারিত
IPL 2023 : আইপিএল শুরুর আগেই উঠলো দুর্নীতির অভিযোগ! নাম জড়ালো শাহরুখ কন্যার! জানুন বিস্তারিত
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।