IPO Alert-Tata Tech IPO
IPO Alert-Tata Tech IPO: ১টি বা ২টি নয়! মোটা টাকা আয় করাতে বাজারে আসছে ৬টি আইপিও! সংস্থাগুলির নাম কী? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজকাল আইপিওর (IPO) জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। অনেকেই আইপিও থেকে লাভের আশা করছেন। এমন অনেক বিনিয়োগকারী রয়েছেন, যারা নির্দিষ্ট স্টকে টাকা না ঢেলে আইপিওতে বিনিয়োগ করতেই বেশি আগ্রহী। আপনিও যদি আইপিওতে বিনিয়োগ করতে আগ্রহী হন, তবে আজ আমরা এমন কয়েকটি আইপিও সম্পর্কে বলতে চলেছি (IPO Alert), যার থেকে আপনি লাভ করতে পারবেন প্রচুর অর্থ। আসলে চলতি সপ্তাহে বাজারে আসতে চলেছে ছয়টি কোম্পানীর আইপিও। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

টাটা টেক আইপিও (Tata Tech IPO) :

আইপিওগুলির তালিকায় প্রথম এবং সবচেয়ে বড় নামটি হল দেশের অন্যতম প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান টাটা গ্রুপের। চলতি সপ্তাহে আসতে চলেছে টাটা গ্রুপের আইপিও (IPO Alert-Tata Tech IPO)। বিনিয়োগকারীরা এই জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কোম্পানীর ঘোষণা অনুযায়ী আগামী ২২শে নভেম্বর টাটা টেকনোলজিসের এই আইপিও খুলছে এবং ২৪শে নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগ করার সুযোগ পাবেন। এই আইপিও-র প্রাইস ব্যান্ড রয়েছে ৪৭৫ থেকে ৫০০ টাকা। যেখানে শেয়ারের লট সাইজ হবে ৩০টি। অর্থাৎ বিনিয়োগকারীদের কমপক্ষে 30টি শেয়ারের জন্য আবেদন করতে হবে। এরপর গুণিতক হিসেবে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

IPO Alert-Tata Tech IPO
IPO Alert-Tata Tech IPO: ১টি বা ২টি নয়! মোটা টাকা আয় করাতে বাজারে আসছে ৬টি আইপিও! সংস্থাগুলির নাম কী? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

ইন্ডিয়ান রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড আইপিও (IREDA IPO) :

টাটা টেকের পর এই সপ্তাহে বাজারে আসছে রাষ্ট্রায়ত্ত কোম্পানী ইন্ডিয়ান রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডের আইপিও। এই আইপিও আজ অর্থাৎ ২১শে নভেম্বর সর্বসাধারণের বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে। ২১৫০.২১ কোটি টাকার আইপিও ২৩শে নভেম্বর বন্ধ হবে। এর প্রাইস ব্যান্ড প্রতি ইক্যুইটি শেয়ারে ৩০ থেকে ৩২ টাকা রাখা হয়েছে। কারা আইপিও পেয়েছেন তা ২৯শে নভেম্বর জানা যাবে। এই স্টক বাজারে এনলিস্ট হবে ৪ঠা ডিসেম্বর।

ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজের আইপিও ( Flair Writing Industries Limited IPO) :

পেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের আইপিও আনতে যাচ্ছে। কোম্পানীটি ৫৯৩ কোটি টাকার আইপিওর (IPO Alert) জন্য শেয়ার প্রতি ২৮৮ থেকে ৩০৪ টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। সূত্র অনুযায়ী, কোম্পানীটির আইপিও ২শে নভেম্বর খুলবে এবং ২৪শে নভেম্বর বন্ধ হবে। অ্যাঙ্কর বিনিয়োগকারীরা ২১শে নভেম্বর শেয়ারের জন্য বিনিয়োগ করতে সক্ষম হবেন। এই স্টক বাজারে এনলিস্ট হবে ৫ই ডিসেম্বর।

IPO Alert-Tata Tech IPO
IPO Alert-Tata Tech IPO: ১টি বা ২টি নয়! মোটা টাকা আয় করাতে বাজারে আসছে ৬টি আইপিও! সংস্থাগুলির নাম কী? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

গান্ধার অয়েল রিফাইনারি ইন্ডিয়া লিমিটেড আইপিও (Gandhar Oil Refinery India LTD IPO) :

গান্ধার অয়েল রিফাইনারি ইন্ডিয়া লিমিটেড আইপিওতে ২৪শে নভেম্বর পর্যন্ত ১৬০ থেকে ১৬৯ টাকার প্রাইস ব্যান্ড সহ বিনিয়োগ করতে সক্ষম হবেন। সংস্থার শেয়ারে ৩০২ কোটি টাকার নতুন ইস্যু রয়েছে। এই স্টক বাজারে এনলিস্ট হবে ৫ই ডিসেম্বর।

IPO Alert-Tata Tech IPO
IPO Alert-Tata Tech IPO: ১টি বা ২টি নয়! মোটা টাকা আয় করাতে বাজারে আসছে ৬টি আইপিও! সংস্থাগুলির নাম কী? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

ফেডব্যাঙ্ক ফিন্যান্সিয়াল সার্ভিসের আইপিও (Fedbank Financial Services IPO) :

এই আইপিও ২২শে নভেম্বর খুলবে এবং আইপিওটিতে ২৪শে নভেম্বর পর্যন্ত বিনিয়োগ করা যাবে। কোম্পানী তার প্রস্তাবিত আইপিওর জন্য ১৩৩ টাকা থেকে ১৪০ টাকা মূল্যের ব্যান্ড নির্ধারণ করেছে। এর একটি লটে ১০৭টি শেয়ার রয়েছে। তাই বিড করার জন্য কমপক্ষে ১৪,৯৮০ টাকা লাগবে।

রকিং ডিলস সার্কুলার ইকোনমি (Rockingdeals Circular Economy IPO) :

এই সপ্তাহে চালু হওয়া আইপিওগুলির তালিকার শেষ অর্থাৎ ষষ্ঠ আইপিও রকিং ডিলস সার্কুলার ইকোনমি ইস্যুটিও ২২শে নভেম্বর খুলবে এবং ২৪শে নভেম্বর বন্ধ হবে। এর প্রাইস ব্যান্ড ১৩৬ থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর লটের আকার ১০০০ শেয়ার। এতে বিনিয়োগ কারীদের একটি লটের জন্য ১.৪ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

IPO Alert-Tata Tech IPO
IPO Alert-Tata Tech IPO: ১টি বা ২টি নয়! মোটা টাকা আয় করাতে বাজারে আসছে ৬টি আইপিও! সংস্থাগুলির নাম কী? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

আরও পড়ুন: West Bengal Scheme 2023: রাজ্য সরকারের বড়ো ঘোষণা! প্রতিমাসে পাওয়া যাবে ১ হাজার টাকা, কীভাবে? জানুন বিশদে

আরও পড়ুন: UFO in Imphal: রহস্যময় ইউএফও ইম্ফল বিমানবন্দরের আকাশে! আতঙ্কে বন্ধ হলো পরিষেবা, ঠিক কি ঘটেছিল? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Tuesday, 21 November 2023, 2:07 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk