Table of Contents
Bahok News Bureau: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ লঞ্চ হলো আইকিউ ১২ ৫জি স্মার্টফোন (iQOO 12 launch in India)। অনেক দিন ধরেই ভারতীয় বাজারে এই স্মার্টফোন নিয়ে বেশ চর্চা চলছিল। লঞ্চের আগেই বেশ কিছু ফিচার্সও জানা গিয়েছিল। আজ অফিসিয়াল ভাবে হাই এন্ড স্মার্টফোন লঞ্চ করলো আইকিউ (iQOO)। এই স্মার্টফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা সহ আরো অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। আর কী কী ফিচার্স থাকবে স্মার্টফোনটিতে? চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
ভারতে আইকিউ ১২ স্মার্টফোনের দাম (iQOO 12 Smartphone Price in India):
ভারতের বাজারে লঞ্চ হওয়া আইকিউ ১২ ৫জি স্মার্টফোনটি (iQOO 12 launch in India) দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যথা ১২ জিবি ও ২৫৬ জিবি ব়্যাম এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ব়্যাম। এর মধ্যে ১২ জিবি ব়্যাম বিশিষ্ট ভেরিয়েন্টটি মাত্র ৫২,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে ভারতের বাজারে। যেখানে ১৬ জিবি ব়্যামের দাম ৫৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আগামী ১৪ই ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে। ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন। এছাড়া আইকিউ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফোনটি পাওয়া যাবার। এইচডিএফসি (HDFC) এবং আইসিআইসিআই (ICICI) ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ফোন কিনলে পাওয়া যাবে ৩০০০ টাকার ছাড়।
আইকিউ ১২ ৫জি স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন (iQOO 12 Smartphone Features & Specifications):
■ ডিসপ্লে: এই স্মার্টফোনটি (iQOO 12 5G) ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED, যা ২৮০০-১২৬০ পিক্সেল সহ ১.৫ রেজিলিউসন সমর্থিত। একই সাথে ফোনটি ১৪৪hz রিফ্রেস রেট দিতে সক্ষম। ব্রাইটনেসের কথা বললে ডিসপ্লেটির পিক ব্রাইটনেস ৩০০০ নিটস।
■ প্রসেসর: এটি প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেখানে প্রসেসর হিসাবে Snapdragon 8 Gen 3 চিপসেট লাগানো হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ দ্বারা চালিত হবে। স্টোরেজের কথা বললে, এখানে সর্বোচ্চ ১৬ জিবি ব়্যাম পাচ্ছেন, একই সাথে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
■ ক্যামেরা: ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এই শক্তিশালী ক্যামেরা দিয়ে ৩x পর্যন্ত অপটিকাল জুম এবং ১০০X পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরাতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স লাগানো হয়েছে।
■ব্যাটারি: শক্তিশালী ব্যাটারি হিসাবে স্মার্টফোনটিতে ৫০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা ১২ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
https://bahok.in/article-370-abolition-sc-verdict-explained/
Published on Tuesday, 12 December 2023, 9:12 pm | Last Updated on Tuesday, 12 December 2023, 9:12 pm by Bahok Desk









