Table of Contents
Bahok News Bureau: টানা ১০ বছর ভারতীয় দলের জন্য অশুভ প্রমাণিত হয় আসছেন রিচার্ড ক্যাটলব্রো (Richard Kettleborough)! ২০২৩-র বিশ্বকাপ ফাইনালেও এর অন্যথা হতে দেখা গেল না। চলুন এই ব্যাপারে বিস্তারে আলোচনা করা যাক।
প্রথম থেকে দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়েও ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) হাতে আনতে ব্যর্থ হলো ভারত। একটি ম্যাচেও পরাজিত না হয়ে ফাইনালে (ODI World Cup Final) ওঠা এই দল অস্ট্রেলিয়ার (Australia) কাছে পরাজিত হয়েছে। টসে হেরে ২৪১ রান টার্গেট দেয় ভারত। ৪৪ ওভারের মধ্যেই এই টার্গেট পূরণ করে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। আবারও ভারতের পরাজয়ের সাক্ষী থাকলো আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো (Umpire Richard Kettleborough)। ভারতের এমন হারে হতাশ হয়েছে ভারতবাসী। অনেকেই ভারতের এই হারের পিছনে দায়ী করছেন আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রোকে। কারণ জানলে আপনি অবাক হবেন।
ভারতের ডাক উল্টো পথে ফিরিয়ে দেন আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো
বিশ্বকাপের ফাইনালে ম্যাচে যখন ভারতের দরকার উইকেট, যখন জুটি বেঁধে দুর্ধর্ষ পারফরম্যান্স দিচ্ছে ট্র্যাভিস হেড (Travis Head) এবং মারনাস লাবুসচেন (Marnus Labuschagne) জুটি। এ অবস্থায় ২৮ ওভারের বল করতে যান বুমরাহ। উক্ত ওভারের পঞ্চম বল লাবুশ্যানের প্যাডে আঘাত করে। কেএল রাহুল (K.L Rahul) ও বুমরাহ (Boomrah) সহ বাকি ভারতীয় প্লেয়াররা এটিকে আউট বলে ডাক দেয়। তবে আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো (Richard Kettleborough) এটিকে নট আউট ঘোষণা করে। ভারতীয় প্লেয়াররা আত্মবিশ্বাসী ছিলেন যে এটি আউট হয়েছিল।
ভারতীয় টিমের জন্য অশুভ আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো
রিভিউ করে দেখা গিয়েছে বলটি উইকেট ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। তবে আম্পায়ার এটিকে আউট না দিয়ে আবার ভারতীয় টিমের জন্য অশুভ প্রমাণিত হলো। এর আগে আম্পায়ারের ডাক নিয়ে বহুবার সমালোচনায় জড়িয়েছেন তিনি। যদি এটি আউট দিতেন তবে ভারতের খেলা অন্য দিকে মোড় নিত। যদিও এটাই প্রথম নয়, এর আগেও আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো ভারতের জন্য অশুভ প্রমাণিত হয়েছে। এর শুরুটা হয় ২০১৪ সাল থেকে। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার ছিলেন ক্যাটলব্রো। সে সময়ও ভারত পরাজিত হয়েছিল।
২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত বিভিন্ন ম্যাচে ভারতীয় দলের হারের সাক্ষী থেকেছে ক্যাটলব্রো
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T-20 World Cup Final) শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় ভারত, সে সময় আম্পায়ার ছিলেন ক্যাটলব্রো। ২০১৫ সালে বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই সেমিফাইনালেও আম্পায়ার ছিলেন ক্যাটলব্রো। শুধু তাই নয়, এরপর থেকে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের ম্যাচগুলিতে আম্পায়ার ছিলেন রিচার্ড ক্যাটলব্রো। যখন যখন তিনি ভারতীয় দলের খেলার সময় আম্পায়ার ছিলেন, তখন তখনই ভারত হেরেছে। আর তাই ভারতীয় দলের জন্য রিচার্ড ক্যাটলব্রো অশুভ বলে ধরা হয়।
আরও পড়ুন: আরও পড়ুন: West Bengal Scheme 2023: রাজ্য সরকারের বড়ো ঘোষণা! প্রতিমাসে পাওয়া যাবে ১ হাজার টাকা, কীভাবে? জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।