
Table of Contents
Bahok News Bureau: ইসরোর (ISRO) মাথায় আরো এক সাফল্যের পালক জুড়লো। শুধু চাঁদে মহাকাশ যান পাঠানো নয়, তা ফিরিয়ে নিয়ে আসতেও পারদর্শী-তা প্রমাণ করলো ইসরো। চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরলো চন্দ্রযান ৩-এর অংশ। এতদিন চন্দ্রযান ৩ (Chandrayaan-3)-এর প্রোপালশন মডিউল (Propulsion Module-PM) চন্দ্রের কক্ষপথে ঘুরছিল। এবার তা পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনতে সফল হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এরপরই ইসরোর সাফল্য নিয়ে আরো একবার চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। (ISRO-Chandrayaan 3 Update)
চন্দ্রযান ৩-এর কোন অংশ ফেরত এলো?
চাঁদের কক্ষপথে থাকা চন্দ্রযান-৩-এর অংশ প্রোপালশন মডিউলকে সফল ভাবে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে (The Population Module Returned to Earth Orbit) আনলো ইসরো। এই প্রোপালশন মডিউলে চেপেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদের কক্ষপথ থেকে ল্যান্ডার বিক্রম চাঁদে অবতরণ করে এবং প্রোপালশন মডিউল চাঁদের কক্ষপথেই ঘুরতে থাকে। লক্ষ্য পূরণ হতেই গত সোমবার চাঁদের চারিপাশে ঘুরতে থাকে চন্দ্রযান ৩-এর পিএমকে ফিরিয়ে আনলো ইসরোর বিজ্ঞানীরা। (ISRO-Chandrayaan 3 Update)
ইসরোর অন্যান্য সাফল্য:
এটাই প্রথম নয়, চন্দ্রযান ৩ চাঁদের বুকে সফল ভাবে অবতরণ করার পর আরো এক সাফল্য অর্জন করেছিল ইসরো। প্রসঙ্গত, চলতি বছরের ১৪ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish dhawan space centre) থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। গত ২৮ সে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে ল্যান্ডার বিক্রমের অবতরণ ইসরোর সাফল্যে মুকুট পরিয়েছিল। এই দিনটি ইসরো তথা ভারতীয়দের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসাবে উল্লেখ হয়ে থাকবে।
তবে এখানেই শেষ নয় চাঁদের দক্ষিণ মেরুরে সফল ভাবে নামানোর পর ইসরো আরো একটি হপ এক্সপেরিমেন্ট (HOP Experiment) করেছিল। যেখানে পরীক্ষা চালিয়ে বিক্রমের ইঞ্জিনকে সচল করে ইসরোর বিজ্ঞানীরা এবং বিক্রমকে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ সেন্টিমিটার উপরে তুলে ৪০ সেন্টিমিটার দূরে নতুন করে অবতরণ করানো হয়। এরপর প্রোপালশন মডিউলটিকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনার মধ্যে দিয়ে নতুন করে সাফল্য অর্জন করলো ইসরো।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।