Bahok News Bureau: দীর্ঘ আড়াই মাস পর অবশেষে ৭ ঘণ্টার জন্য জেলের বাইরে বেরোলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি থেকে জেলবন্দি মণীশ সিসোদিয়া। অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আজ অর্থাৎ শনিবার সকালে কয়েক ঘণ্টার জন্য বাড়িতে ফিরলেন মণীশ সিসোদিয়া। যদিও সিসোদিয়া বাড়িতে ঢোকার আগেই তাঁর স্ত্রীকে দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করতে হয়।

আদালত সূত্রে জানা গেছে, মণীশ সিসোদিয়ার স্ত্রী ব্রেন এবং নার্ভের জটিল রোগে ভুগছেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী, দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন। মনীশের বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলে আদালত জামিনের আবেদন প্রথমে খারিজ করলেও পরবর্তীতে তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অন্তর্বর্তী জামিনের আবেদন জানান আপ নেতা। লোকনায়ক হাসপাতাল থেকে সিসোদিয়ার স্ত্রীর মেডিক্যাল রিপোর্ট চেয়েছে আদালত।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তারপরই এই বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে আদালত সূত্রে খবর। তাঁর সেই আবেদন সম্পূর্ণ মঞ্জুর না করলেও এবার সাময়িক স্বস্তি দিয়েছে দিল্লি হাই কোর্ট। তাঁর সেই আবেদনের প্রেক্ষিতেই তাঁকে ৭ ঘণ্টার জন্য সাময়িক মুক্তি দেয় দিল্লি হাইকোর্ট। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মণীশ সিসোদিয়াকে অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছে, তবে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, এই সময়ের মধ্যে মণীশ সিসোদিয়া মোবাইল, ট্যাব সহ কোনো গ্যাজেট ব্যবহার করতে পারবেন না, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, এমনকি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না।

আদালতের নির্দেশ মেনেই এদিন সকাল ১০টার পর পুলিশি প্রহরায় মথুরা রোডে নিজের বাড়িতে পৌঁছেছেন মণীশ সিসোদিয়া। তবে, সিসোদিয়া বাড়িতে পৌঁছনোর আগেই তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর আগে চলতি মাসের গোড়ায় মণীশ সিসোদিয়াকে জেল থেকে ভিডিয়ো কনফারেন্সে স্ত্রীর সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিল আদালত। এএনআই-এর এক্স-এ শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা দিল্লির প্রাক্তন উপপ্রধান মণীশ সিসোদিয়াকে তাঁর বাড়িতে নিয়ে আসছেন। সিসোদিয়াকে তাঁর অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত।

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)