Jalpaiguri Crime News
Jalpaiguri Crime News: দলিত বিধবাকে খুনের ভয় দেখিয়ে অপহরণ ও ‘গণধর্ষণ’! কী ঘটেছিল? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : দেশে প্রতিনিয়তই অপরাধমূলক (Crime) কাজকর্মের খবর সামনে আসছে। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি থেকে প্রকাশ্যে এলো এক ভয়ঙ্কর ঘটনা। দাবি করা হয়েছে সেখানকার এক আদিবাসী বিধবাকে খুনের ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই নিয়ে জোর চর্চাও শুরু হয় জেলায়, তবে পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানায় পুলিশ। আরো এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

কী ঘটেছিল ?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জানা গেছে, গত বুধবার ১৩ই ডিসেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি (Dhupguri) এলাকায় এক মহিলার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। কিছুদিন তার স্বামী মারা গেছেন। তাই ওই মহিলা বাড়িতে একাই থাকেন। মহিলার অভিযোগ, দুষ্কৃতীরা তার গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে তাকে বাড়ি থেকে তুলে জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে গিয়ে তাকে তিন জন মিলে গণধর্ষণ (Gang Rape) করে এবং জঙ্গলেই ফেলে রেখে চলে যায়। গত বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত আরো এক জন পলাতক। বর্তমানে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধূপগুড়ি থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কী বলেছে? 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। এমনকি, অভিযোগের ভিত্তিতে তদন্তও চলছে। ওই এলাকা থেকেই তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরো এক জন নিখোঁজ। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। আদালতে তোলার পর বিচারক পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

নেতারা কী বলেছেন? 

এ বিষয়ে তৃণমূলের জেলা সম্পাদক অরূপ দে বলেন, “এটা অসামাজিক কাজ। মানুষ কখনো এটা মেনে নেবে না। অভিযুক্তদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি প্রয়োজন, যা দেখে ভয় পেয়ে যায় সমাজ।” আবার জেলার বাম নেতৃত্ব বলছেন, “তৃ়ণমূল আমলে রাজ্যে অপরাধ (Crime) ও আর্থিক দুর্নীতি লাগামছাড়া বেড়েছে। এখানে রাজনীতির চাপে পুলিশ অসহায় হয়ে থাকে।” অপরদিকে, বিজেপি জেলা সম্পাদক শ্যামাপ্রসাদ বলেন, “বাংলার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে।”

Mukhtar Ansari: ২৬ বছরের পুরনো মামলায় মুখতার আনসারি পেল ৫ বছরের সাজা! ঠিক কী ঘটেছিল?

 

 

AAP leader in Rajya Sabha – Raghav Chadha: রাজ্যসভায় নিযুক্ত হলেন AAP নেতা রাঘব চাড্ডা। জানুন বিস্তারিত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)