Jawharlal Nehru Birthday: কেন বুক পকেটে 'গোলাপ' রাখতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু? আসল কারণ জানলে মুগ্ধ হয়ে যাবেন. গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ শিশুদিবস (Children’s Day)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (India’s First PM Jawaharlal Nehru Birthday) জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। ১৮৮৯ সালের ১৪ই নভেম্বর নেহরু জন্মগ্রহণ (Jawaharlal Nehru Birthday) করেন। শিশুদের প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসার কথা সর্বজন বিদিত। তাই তাঁকে স্মরণ করেই পালিত হয় শিশু দিবস (14th November Children’s Day)। দেশের ভবিষ্যৎ গঠনে শিশুরাই একদিন কাণ্ডারি হয়ে উঠবে, তাই শিশুদের গুরুত্ব দিয়েই পালিত হয় এই দিনটি। এছাড়াও শিশুদের সুরক্ষা, অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হয়।

শিশুদের সঠিক শিক্ষা, সংস্কৃতিতে বড় হয়ে উঠতে পারে সেই বিষয়েও পাঠ দেওয়া হয়। পাশাপাশি তুলে ধরা হয় শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথা। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ। এবার আসি সেই প্রসঙ্গে যা নিয়ে অনেকের মনেই অনেক ধারণা রয়েছে। আসলে আমরা ছোট থেকেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সম্পর্কে প্রবন্ধ পড়ে এসেছি। তবে একটা বিষয় নিশ্চই লক্ষ্য করেছেন তাঁর কোটে তিনি সব সময় একটি গোলাপ গুঁজে রাখতেন। কিন্তু কেন জানেন?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জওহরলাল নেহরু ও গোলাপ: (Jawharlal Nehru & Rose)

Jawharlal Nehru Birthday: কেন বুক পকেটে ‘গোলাপ’ রাখতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু? আসল কারণ জানলে মুগ্ধ হয়ে যাবেন. গ্রাফিক্স: বাহক

এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। কেউ কেউ মনে করেন, নেহরুর প্রিয় ফুল ছিল গোলাপ। নেহরুর কোটে গোলাপ ফুল রাখার কারণ জানানো হয়েছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি গোলাপ দিবসের (Rose Day 2023) দিন সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে কংগ্রেসের অ্যাকাউন্টে (Congress Instagram Id) নেহরুর একটি ছবিসহ পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘পণ্ডিত জওহরলাল নেহরু তাঁর স্ত্রী কমলা নেহরুর স্মরণে প্রতিদিন নিজের কোটে একটি তাজা গোলাপ গুঁজে রাখতেন।

দীর্ঘ অসুস্থতার পর কমলা ১৯৩৮ সালে মারা যান। স্ত্রীর স্মৃতি বহন করার জন্যই নিজের কোটে প্রতিদিন গোলাপ ফুল গুঁজতেন নেহেরু।’ ইনস্টাগ্রামে কংগ্রেস পোস্টটি করার পরপরই এতে হাজারো লাইক আর কমেন্ট পড়ে। এক ব্যবহারকারী লেখেন, ‘শ্রদ্ধা, ভালোবাসা আর শান্তি।’ অপর একজন ব্যবহারকারী ‘গোলাপ ও হৃদয়ের’ ইমোজি পোস্ট করেন।

আরও পড়ুন: Children’s day 2023: ভারতে কবে শিশু দিবস পালিত হয় এবং কেন? কোন সালে প্রথম শিশু দিবস পালন করা হয়? জানুন বিস্তারে

আরও পড়ুন: West Bengal Anganwadi Recruitment 2023: রাজ্যে শুরু হলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! কীভাবে আবেদন করবেন, আবদনের যোগ্য কারা? জানুন বিস্তারে

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)