বাহক নিউজ় ব্যুরো: শিরে এলো ৬০০ উইকেটের মুকুট। পুরো ক্রিকেটের কেরিয়ার জুড়ে মোট ৬০০ টি উইকেট দখল করলেন তিনি। রবিবারের ম্যাচের মাধ্যমেই এই ইতিহাস গড়লেন তিনি। উল্লেখ্য, রবিবারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ছিল। সেই ম্যাচেই অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক মেগান মইরাকে প্রথম বলেতেই আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মহিলা ক্রিকেট দলের সর্বকালের সেরা এই বোলারের হাতেই একটি নো বল হয়ে যায়। যার জেরে, ওই ম্যাচে পরাজিত হয়ে যায় ভারত। সম্ভবত, পরাজয়ের এই গ্লানি গ্রাস করেছিল তাঁকে। সেই গ্লানিকেই হাতিয়ার করে তৃতীয় ওয়ানডেতে ১০ ওভারের মাথায় ৩৭ রানের বিনিময়ে তিনি ৩টি উইকেট দখল করে নেন। একই সঙ্গে শিরে পরিধান করেন নয়া মুকুট, ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
ওয়ানডে ম্যাচে এমনিতেই সেরা বোলার তিনি। উল্লেখ্য, ভারতের হয়ে তিনি মোট ১৯২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। এই ম্যাচগুলোতে তিনি ছিনিয়ে নিয়েছেন ২৩৯টি উইকেট। এছাড়াও, তিমি টেস্ট ক্রিকেটও খেলেছেন। এই বিভাগেও নিজের নামের ছাপ রেখেছিলেন তিনি। উইকেটের শিকারের নিরিখে তিনি তৃতীয় স্থানে রয়েছেন টেস্ট ক্রিকেটে। ৬৩টি উইকেট শিকার করে প্রথম স্থানে রয়েছেন প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজি। এই বিভাগেই ৪১টি উইকেটের শিকার করে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।