Junior Mehmood Death
Junior Mehmood Death: প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’! ৬৭ বছর বয়সে নিভে গেলো জীবন প্রদীপ, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বিখ্যাত অভিনেতা জুনিয়র মেহমুদ (Junior Mehmood) জীবন যুদ্ধ হেরে পৃথিবীকে বিদায় জানালেন। চলতি বছরের ৮ই ডিসেম্বর শুক্রবার ভোর রাতে মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গত রবিবার অর্থাৎ ৩রা ডিসেম্বর থেকেই তিনি সংবাদের শিরোনামে ছিলেন। তাঁর অসুস্থতার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল। (Junior Mehmood Death)

কি ঘটেছিল?

জুনিয়র মেহমুদ গতকাল রাত ২টো নাগাদ মারা গেছেন। তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে ভুগছিলেন। পাকস্থলীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মারা যান তিনি। সূত্রের খবর, জুহুর নামাজের পর জুহু কবরস্থানে তাঁকে কবর দেওয়া হবে। জুনিয়র মেহমুদের বন্ধু সালমান কাজী প্রথম তাঁর ক্যান্সারের খবরটি নিশ্চিত করেন। জুনিয়র মেহমুদ ২ মাস ধরে অসুস্থ ছিলেন। হঠাৎ তাঁর ওজন কমতে শুরু করে। এরপর তাঁর মেডিকেল টেস্ট করা হলে সেখানে উঠে আসে তাঁর লিভার, ফুসফুসে ক্যান্সার, অন্ত্রে একটি টিউমার। ডাক্তাররা বলেন এটি স্টেজ ফোর ক্যান্সার। যখন তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে, তখন তিনি প্রবীণ অভিনেতা জিতেন্দ্র (Jitendra) এবং শচীন পিলগাঁওকরের (Sachin Pilgaonkar) সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বার্তাটি দুই অভিনেতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই, ৫ই ডিসেম্বর মঙ্গলবার সকালে তাঁরা জুনিয়রের সঙ্গে দেখা করতে ছুটে আসেন। এমনকি বন্ধুকে দেখতে গেছিলেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা জনি লিভার (Johnny Lever)। একসময় পর্দায় ঝড় তোলা অভিনেতা মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন। (Junior Mehmood Death)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জুনিয়র মেহমুদ সম্পর্কে কিছু কথা

১৯৫৬ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন জুনিয়র মেহমুদ। তাঁর আসল নাম নাঈম সাঈদ, কিন্তু রুপালি জগতে জুনিয়র মেহমুদ নামে পরিচিতি লাভ করেন তিনি। ১১ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তাঁর। অভিনয় ক্যারিয়ারে 250 টিরও সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো ‘নৌনিহাল’ (Naunihal), ‘ক্যারাভান’, ‘হাতি মেরে সাথি’, ‘কাটি পাতং’, ‘মেরা নাম জোকার’, ‘সুহাগ রাত’, ‘ব্রহ্মচারী’ প্রভৃতি। তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কমেডি এবং অনন্য অভিনয় তাঁকে সর্বদা তাঁর ভক্তদের হৃদমাঝারে বাঁচিয়ে রাখবে। তিনি যে আড়াই শতাধিক চলচ্চিত্রে কাজ করে নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই হয়ে থাকবে। (Junior Mehmood Death)

Nawab Malik : মহারাষ্ট্রে প্রবেশ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! ফড়নভিস, অজিত পাওয়ারকে লেখেন চিঠি! জানুন বিশদে

 

 

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কে হবেন? এবারও কি Bjp দেবে নয়া চমক? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)