Kalipuja 2023-Kolkata Police: এবারে কালীপুজোয় শহরে থাকছে কড়া নিরাপত্তা! মোতায়েন থাকছে অতিরিক্ত পুলিশ, জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: উৎসবের মরশুম চলছে আর মানুষের মনে উৎসবের মেজাজ হয়নি এখনো শেষ। শুরু হয়েছে আলোর উৎসব অর্থাৎ দীপাবলি সঙ্গে কালীপুজো (Kalipuja 2023)। আর এই পুজোর আগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিল পুলিশ। কিছুদিন আগেই শেষ হয়েছে শারদোৎসব। তার আগে কলকাতা পুলিশের (Kolkata) তরফ থেকে কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছিল।

Kalipuja 2023 Kolkata Police

পুজোর মরশুমে শহরে বিশ্বকাপ ক্রিকেটের (ICC World Cup 2023) ম্যাচ থাকায় ভিড় বেশি হওয়ার আশঙ্কাও ছিল। এত ভিড়ের মাঝেও কলকাতা পুলিশ (Kolkata Police) ভালভাবেই সামাল দিয়েছিল পরিস্থিতি। পাশাপাশি একই রকম ব্যবস্থা কালীপুজোর (Kalipuja 2023) ক্ষেত্রেও তারা নিলেন। কলকাতায় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে কালীপুজো (Kalipuja 2023) উপলক্ষে। প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে বিসর্জনের দিন অর্থাৎ ১৩ই নভেম্বর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পুলিশ সূত্রে জানা খবর, ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার, ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার থাকবেন রাস্তায়। এছাড়াও কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালীমন্দির চত্বরে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে। শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি, বেআইনি শব্দবাজি মোকাবিলায় কড়া নজরদারি রাখা হবে। স্থানীয় থানা বাজির ব্যবহার নিয়ে আবাসন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে।

ICC World Cup 2023 Kolkata Police

বর্তমানে চলছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) এবং এই কারণে কলকাতা পুলিশকে কলকাতায় (Kolkata Police) থাকা ক্রিকেট দলগুলি থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হওয়া ম্যাচে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হচ্ছে। এর মাঝেই যেহেতু হাজির আলোর উৎসব, তাই সেই কথা মাথায় রেখেই বাড়তি অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে।

আরও পড়ুন: PM Narendra Modi Telengana: ‘আমাকে ক্ষমা করুন’! ভরা সভায় সকলের উদ্দেশ্যে বলে উঠলেন প্রধানমন্ত্রী, কেন? জানুন বিস্তারিত

আরও পড়ুন: শহরে আবার জালনোটের কালোছায়া! বাজার ছেয়ে গেল ৫০০ টাকার জাল নোটে! জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)