বাহক নিউজ় ব্যুরো: ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার আচমকাই আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। মাত্র ৪৬ বছর বয়সেই হৃদরোগ কেড়ে নিল এই অভিনেতাকে। তাঁর মৃত্যুর খবরে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।
বেঙ্গালুরু বিক্রম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল পুনীত রাজকুমার কে। ডাক্তারদের একটা বড় টীম অভিনেতাকে সর্বক্ষণ দেখেশুনা করছিল এবং চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না, হার্ট অ্যাটাকেই মৃত্যু হল কন্নড় অভিনেতার। পুনীতের এর মৃত্যুর খবরে শোকে স্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি।
৪৬ বছর বয়সী অভিনেতা পুনীত রাজকুমার কে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বেশি ধনী অভিনেতা বলে গণ্য করা হয় । খুব শীঘ্রই পুনীত রাজকুমার স্বাস্থ্য সম্পর্কিত একটি অফিসিয়াল হেলথ আপডেট হাসপাতাল কতৃপক্ষ শেয়ার করতে চলেছিল। কিন্তু সেই সময় আর দিলেন না অভিনেতা। ইতিমধ্যেই অভিনেতার প্রয়ানের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ভক্তরা । হাসপাতালের বাইরে জড়ো হতে শুরু করেছেন ভক্তরা। এছাড়া অভিনেতাদের বাড়িতে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনার কমল পান্ত ও অতিরিক্ত কমিশনার সোমুন্ডু মুখার্জা এবং মুরুগানও নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি খতিয়ে দেখতে হাসপাতালে যান।
সূত্র থেকে জানা গেছে পুনীত রাজকুমার হার্টঅ্যাটাকের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজস্বমন্ত্রী আর অশোক এবং মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। বিদাদিতে থাকা এইচডি কুমারস্বামীও পুনীত রাজকুমারের হার্ট অ্যাটাকের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। খুব তাড়াতাড়ি যেন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তার প্রার্থনা করেছিলেন সহকর্মী এবং অনুরাগীরা। কিন্তু বাড়ি ফেরা হলো না আপ্পুর। চিরঘুমের দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার।
শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার এবং বেস্ট চাইল্ড আর্টিস্ট হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসেবে কর্ণাটক রাজ্য পুরস্কার পেয়েছিলেন পুনীত রাজকুমার । তারপর ২০০২ সালে কন্নড় সুপারহিরোর তালিকায় চলে এসেছিলেন পুনীত। সকলের কাছে তিনি আপ্পু নামেই পরিচিত । ২৯ টি ছবির লিড চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।