Bahok News Bureau:  কৌশানিগামী জিপের দুর্ঘটনা উত্তরাখন্ডে(Nainital)। মৃত ৮ বাঙালি, আহত -১১, সঙ্কটজনক – ৩।

পর্যটন কেন্দ্র হিসেবে অন্যতম আকর্ষণ হল নৈনিতাল (Nainital)। শুক্রবার সকালে সেই নৈনিতালেই একটি ভ্যান খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ৮ জনের। যার মধ্যে ছিল এক শিশু ও এক দম্পতি । এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন।পুলিশের দেওয়া রিপোর্ট অনুসারে, ট্যাক্সিটি আধুরা গ্রাম থেকে হলদিওয়ানির দিকে যাচ্ছিল। চেরাখান রিথা সাহিব রোডে যাওয়ার পরে এটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১১জন ছিলেন। তার মধ্যে ৬জনের তৎক্ষণাৎ মৃত্যু হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়। ৩জনের অবস্থা সঙ্কটজনক, ও ১১ জন গুরুতর আহত অবস্থায় ওখালকান্ডা কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি রয়েছেন বলে এসএসপি জানিয়েছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ পিক-আপ ভ্যানটি যাত্রী নিয়ে পল্টোল থেকে আমজাদ গ্রামের দিকে যাচ্ছিল। ছেদাথানা-মিদার রোড দিয়ে যাওয়ার সময়ই পিক-আপ ভ্যানটি খাদে পড়ে যায়। নৈনিতালের এসএসপি প্রহ্লাদ নারায়ণ মিনা জানান, উল্টোদিক থেকে আসা একটি মোটরবাইকের আরোহীকে বাঁচাতে গিয়েই পিক-আপ ভ্যানটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনা ঘটা মাত্রই স্থানীয় মানুষের তৎপরতায় পুলিশ বাহিনী কাজ দ্রুত শুরু করতে পারে।স্থানীয় এমএলএ রাম সিং কায়রা মৃতদের ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালের এই দুর্ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Uttarakhand CM) পুষ্কর সিং ধামি।

আরও পড়ুন: Cyclone Midhili: আর কিছু সময় পেরলেই শুরু হবে তাণ্ডব! প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! জানুন বিশদে

আরও পড়ুন: Black Friday: আজ ‘ব্ল্যাক ফ্রাইডে’, এর মানে কী? ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ কেন দেওয়া হয়? জানুন নেপথ্যের ইতিহাস

 

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)