বাহক নিউজ় ব্যুরো : শিলাজিৎ অনুগামীদের জন্য সুখবর। শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তবে গায়ক হিসেবে নয়, অভিনেতা হিসেবেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে তাঁর। নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। শুরু হয়ে গেছে ছবির শুটিংও।
নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘খুফিয়া‘ নামের একটি স্পাই সিরিজ। সেখানেই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শিলাজিৎ কে। যদিও একটি পার্শ্বচরিত্রের ভূমিকায় দেখা যাবে শিলাজিৎ কে তবুও প্রিয় তারকাকে বড়ো পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
এই সিরিজের পরিচালকের ভূমিকায় থাকবেন বিশাল ভরদ্বাজ। এছাড়া এই ছবিতে অভিনয় করবেন আলি ফজল, আশিস বিদ্যার্থী, টাবুকেও। ছবিটির টিজার ইতিমধ্যে আলোড়ন ফেলেছে ইউটিউবে। মাত্র কয়েক মিনিটের টিজারেই জমাজমাট রহস্যের আঁচ পাওয়া গেছে। তবে টিজারে দেখা যায়নি শিলাজিৎ-কে।
আরও পড়ুন – ‘অন্তর্ধান’ রহস্যের জট খুলতে মরিয়া পরমব্রত-তনুশ্রী
সূত্রের খবর আগামী ২ অক্টোবর থেকে ‘খুফিয়া’-র শুটিং শুরু হয়েছে। এই ছবির শুটিং এর জন্য রবিবার দিল্লী গিয়েছেন শিলাজিৎ। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থেকেছেন এই টলি-তারকা, যথারীতি ছবি পোস্ট করে ‘দিল্লী চলো’ লিখেছেনও তিনি তবে আগামী ছবি নিয়ে খোলসা করে কিছুই বলেলনি তিনি। অমর ভূষণের ‘এস্কেপ টু নো হোয়্যার’ নামক জমজমাট স্পাই থ্রীলারের অনুসরণে তৈরী হচ্ছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’।