
Table of Contents
Bahok News Bureau: দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা অবসান হলো কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের। মাসছয়েক আগে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, কলকাতা নাইট রাইডার্সে (KKR) ফিরছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরকে দুবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করা অধিনায়ক মেন্টর (KKR New Mentor-Gautam Gabhir) হিসেবে আসবেন। এবার এই গুজব হতে চলেছে সত্যি। কেকেআরের ইতিহাসে সবথেকে সফল অধিনায়ক গৌতম গম্ভীর কলকাতার মেন্টর হিসেবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) সঙ্গে একযোগে কাজ করবেন। কলকাতার মানুষকে এই সুখবর বুধবার সকালে জানালেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore)। এই বার তাঁকে ফের মেন্টর হিসাবে নিয়ে এল কেকেআর।

কেকেআরের মালিক শাহরুখ খান কি বললেন?
২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কেকেআর। তখন অধিনায়ক ছিলেন গম্ভীর। শাহরুখ খান ঘোষণা করলেন, আইপিএলজয়ী অধিনায়ক গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হচ্ছেন। তাঁকে মেন্টর (KKR New Mentor-Gautam Gabhir) করে শাহরুখ বলেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”
গৌতম নতুন দায়িত্ব পেয়ে কি বললেন?
গম্ভীর গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। এই মরশুমে হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর (KKR New Mentor-Gautam Gabhir) এবং চলে এলেন কলকাতায়। খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে দুবার কেকেআরকে আইপিএল জেতানোর পর এবার তিনি মেন্টর হিসেবে নাইট ব্রিগেডকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যমাত্রা নিয়ে নাইট শিবিরে ফিরতে চলেছেন। তিনি পেলেন নতুন দায়িত্ব। এই নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গেছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”

প্রসঙ্গত, ২০২৩ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (LSG) মেন্টর ছিলেন গম্ভীর। কিছুকাল আগে সেই পদ ছেড়ে দেন। চলতি বছরের ১৯শে ডিসেম্বর আইপিএলের নিলাম। বিগত আইপিএলে তেমন ছাপ ফেলতে না পারা কেকেআর এবার গম্ভীরের হাত ধরে আবার ট্রফি জয়ের আশা করছে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 22 November 2023, 1:40 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk








