Bowbazar KMRCL
Bowbazar KMRCL: 'পুরোনো আদলে তৈরি হবে নতুন বাড়ি', KMRCL-র ঘোষণায় আশায় বুক বাঁধছেন বৌবাজারবাসীরা, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: “সবুরে মেওয়া ফলে” এ কথা আরো একবার প্রমাণিত হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর এ যেন এক স্বস্তির নিশ্বাস। অবশেষে নিজেদের বাড়ি ফিরে পেতে চলেছে বৌবাজার বাসীরা। আগামী বছরের এপ্রিলের গোড়া থেকেই চালু হবে কাজ জানাচ্ছে KMRCL। (Bowbazar KMRCL)

আগে কী ঘটেছিল? 

২০১৯ সালে মেট্রো রেলের কাজ হওয়ার সময় ভয়ানক ক্ষতির মুখে পড়ে বৌবাজারের ২৬ টি বাড়ি ।২০১৯ সালের ৩১ শে আগস্ট বৌবাজারে মেট্রো রেলের কাজ চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ে দুর্গাপিটুরি লেন ও স্যাকরা পাড়া লেনের ২৬ টি বাড়ির একাংশ। দুর্যোগ থামতে হতচকিত হয়ে যায় বাড়ির বাসিন্দারা। পত্রপাঠ প্রাণ হাতে তারা বেরিয়ে যায় সেখান থেকে অস্থায়ী ঠিকানার উদ্দেশ্যে। ঘটনা এখানেই থামে না। ৩ বছর পর ২০২২ সালের ১১ ই মে আবার ফিরে আসে সেই দিন। এইসময় ৩টি বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলতে হয়। দুর্গত দের প্রাথমিক ভাবে হোটেলে ও পরে ভাড়া বাড়িতে স্থানান্তরিত করা হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

KMRCL-র ঘোষণা: 

অবশেষে নিজেদের ছাদ ফিরে পেতে চলেছেন ওই বাড়িগুলির বাসিন্দারা। Kolkata Metro Rail Corporation Limited (KMRCL) জানিয়েছে যে বাড়ি পুনর্নবীকরনের যাবতীয় আলাপ আলোচনা শেষ হয়েছে। বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করে পুরোনো নকশার আদলেই বানিয়ে দেওয়া হবে বাড়ি।ইতোমধ্যে একটি সংস্থাকে টেন্ডার ও দেওয়া হয়ে গিয়েছে এই নিয়ে। সম্পূর্ণ বিল্ডিং প্ল্যান পাঠানো হয়েছে কলকাতা পুরসভায় (KMC)।

KMRCL সূত্রে খবর, বউবাজারে সুড়ঙ্গে মেট্রোপথ তৈরির কাজ প্রায় শেষ। মাটির বাঁধন শক্ত করতে গ্রাউটিং চলছে । KMRCL সূত্রে দাবি, নতুন বাড়ি তৈরি করতে গিয়ে দুর্গাপিটুরি লেন ও স্যাঁকড়া পাড়া লেনে কোনও সমস্যায় পড়তে হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল মাসেই কাজ শুরু হবে বাড়িগুলোর। এখন কবে কাজ শেষ হয় এবং তারা নিজেদের ঘর ফিরে পায় তাই নিয়েই আশায় বুক বাঁধছেন বৌবাজারবাসীরা।

ICSE ISC Exam Date-Time Table: অপেক্ষার অবসান! আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সিআইএসসিই বোর্ড, দেখে নিন সময়সূচি

 

 

Telengana KCR: হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর! হতে পারে অস্ত্রোপচার, কী ঘটেছে জানুন বিশদে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)