বাহক নিউজ ব্যুরো: সলটলেক বিকাশ ভবনের সামনে শিক্ষক ঐক্য মঞ্চের পাঁচ মহিলা শিক্ষিকা সদস্য বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এসএসকে, এমএসকে শিক্ষিকারা আজ আচমকাই বিকাশ ভবনের সামনে প্রতিরোধ ও বিক্ষোভ দেখান। বেতন বৈষম্য, শিক্ষিকাদের বদলির মতো একাধিক বিষয় নিয়ে তাঁদের আন্দোলন। এর আগেও কখনও নবান্ন কিংবা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে মঞ্চের পক্ষ থেকে তাঁরা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন৷ সুত্রের খবর, এরপরই নাকি শাসকের রোষানলে পড়ে পাঁচ শিক্ষিকা! দক্ষিণ চব্বিশ পরগণার এই পাঁচ শিক্ষিকা’কে কোচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে, এই অভিযোগ করে এ দিন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য ওই শিক্ষিকারা বিক্ষোভ দেখাতে আসেন।
পুলিশ এসে বিক্ষোভকারী শিক্ষিকাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, আচমকাই পাঁচ ২৪ পরগনার শিক্ষিকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁরা যে নিজেদের সাথে বিষ নিয়ে এসেছেন অনুমান করতে পারেননি পুলিশও। কর্তব্যরত পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশের গাড়িতেই তাঁদের স্থানীয় হাসপাতালে দ্রুত নিয়ে যান। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ওই দুজন শিক্ষিকাকে চিকিৎসার প্রয়োজনে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে।
নিজস্ব দাবি-দাওয়া দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ করেছেন রাজ্যের শিক্ষক সংগঠনগুলি। কিন্তু পুলিশের সামনেই আত্মহত্যা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিল বিশ্লেষকরা৷ ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য, মোতায়েন হয়েছে পুলিশবাহিনী।