বাহক নিউজ় ব্যুরো: হঠাৎই বিকল হয়ে গেল কলকাতার একাধিক সিসিটিভি ক্যামেরা। উল্লেখ্য, একটি নয়, দুটি নয়, মোট ১,২০০টি সিসিটিভি ক্যামেরা বুধবারে বিকল হয়ে যায়। শুধু তাই নয়, অনেকে এও দাবি করেছেন যে, লালবাজারেও কয়েকটি সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে গেছে। এদিকে, একই সঙ্গে এতগুলো সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার কারণ কি, তা এখনও জানা সম্ভব হয়নি। ফলে, উঠছে একাধিক প্রশ্ন, সামনে আসছে একাধিক তথ্য।

উল্লেখ্য, এই সমস্ত কিছু মাঝে কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনোরকমের সাইবার এট্যাক হয়নি সিসিটিভি ক্যামেরাগুলোতে। এদিকে, একই সঙ্গে এতগুলো সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে যায়, কোনোরকমের ফুটেজ পাওয়া যাচ্ছিল না, কোনোরকমের ছবি পাওয়া যাচ্ছিল না। ফলত, শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি করাও অসম্ভব হয়ে পড়ছিল। এমতাবস্থায়, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন ট্রাফিক সার্জেন্টরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

যদিও, একসঙ্গে ১,২০০টি সিসিটিভি ক্যামেরা কি করে খারাপ হল তার সঠিক কারণ এখনও সামনে না আসেনি। ফলত, একাধিক প্রশ্নের বর্ষণ হচ্ছে এই বিষয়ে। লালবাজারের তরফে সাইবার এট্যাকের বিষয়টি তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হলেও, বিশেষজ্ঞরা ব্যাপারটিকে মোটেই হালকাভাবে দেখছেন না। তবে, লালবাজারের তরফে জানানো হয়েছে যে, লালবাজারের সাইবার নিরাপত্তা তিন স্তরীয় এবং এখনও সেই ত্রিস্তরীয় বলয় অটুট রয়েছে।