বাহক নিউজ় ব্যুরো: কাজ বিয়ের পার্টি সঞ্চালনা। কাজের সূত্রেই পাটনায় গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে একটি বিলাসবহুল হোটেলে তাঁর হল গণধর্ষণ, যুবতী খোদ এই অভিযোগ করেছেন। তিনি তাঁর অভিযোগে এও জানিয়েছেন যে, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তিনি এও দাবি করলেন যে, পাটনা পুলিশের তরফে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
যুবতীয় বয়ানের ভিত্তিতে জানা গেছে যে, ২৪ বছর বয়সী ওই যুবতী চলতি বছরে জুলাই মাসে নাগাদ এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অধীনে একটি বিয়ের অনুষ্ঠান সঞ্চালনা জন্য পাটনায় গিয়েছিলেন। সেই সময় তিনি একটি বিলাসবহুল হোটেলে থাকছিলেন। ওই হোটেলে যুবতীর রুমে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক এবং আরেকজন পৌঁছায়। তাঁরা পারিশ্রমিক দেওয়ার নামতেই যুবতীর রুমে যায় বলে জানা যায়।
এদিকে, রুমে পৌঁছানোর পরেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক ও আরেক ব্যক্তি মদ্যপান করতে শুরু করেন। যুবতী প্রতিবাদ করতেই তিনি গণধর্ষণের শিকার হন, এমনটাই অভিযোগ করেছেন যুবতী। যুবতী এও জানান যে, তিনি যখন স্বামীকে ফোন করার চেষ্টা করলেন, অভিযুক্তরা ফোন কেড়ে নেয় এবং হুমকি দেয় যে, যুবতী যেন কাউকে ফোন না করে। এরপরে তিনি কলকাতায় ফিরে এসে ৪ জুলাই যাদবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরে, ১৫ই জুলাই তারিখে মামলাটি পার্টনার থানায় স্থানান্তর করা হলেও, অভিযুক্তদের বিরুদ্ধে পাটনা পুলিশ কোনো পদক্ষেপ নেন নি বলে অভিযোগ।