বাহক নিউজ় ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট যত কমছে তত বাড়ছে মেট্রোর সংখ্যা। সোমবার থেকে আরো কিছু ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।

করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই কম। এরকম অবস্থায় রোজ ট্রেনে, বাসে মানুষের ভিড় বাড়ছে। এই ভিড়ের সঙ্গে যুক্ত হতে চলেছে দুর্গাপুজোর শপিংয়ের ভিড়। তাই পরিষেবা স্বাভাবিক করতে কলকাতা মেট্রো আরো একবার ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে আগামী সোমবার থেকে। মেট্রো রেল সূত্রে আরো জানানো হয়েছে, সোমবার থেকে বাড়তে চলেছে শেষ ট্রেনের সময়। বর্তমানে কবি সুভাষ ও দমদম দুটি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টায়। সোমবার থেকে রাত ৯টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩০টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:১৮ তে। কবি সুভাষ ও দমদম, দুই দিক থেকে মোট ৬টি মেট্রো বাড়াতে চলেছে কলকাতা মেট্রো। এখন উত্তর-দক্ষিণ মেট্রোয় ২৪০টি মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। সোমবার থেকে হবে ২৪৬টি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এছাড়া সমস্ত ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। এখনই চালু হচ্ছে না টোকেন পরিষেবা। স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোতে যাতায়াত করতে হবে যাত্রীদের।

Published on Friday, 3 September 2021, 6:50 pm | Last Updated on Friday, 3 September 2021, 6:50 pm by Bahok Desk