কলকাতার আরোহীদের ক্যাবে যাতায়াতে আর বাড়তি টাকা খরচ করতে হবে না। কলকাতায় নতুন একটি অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হয়েছে। অ্যাপ ক্যাবটির নাম রাইড(RYDE)। এই ক্যাবে কখনও বাড়তি ভাড়া হবে না।
ইদানীং কলকাতার মানুষ বৃষ্টি হলে বা অফিসের জ্যাম হলে সমস্যায় পড়তেন। যে পরিমাণ ভাড়া হ’ত, সেটা মধ্যবিত্তদের পক্ষে বহন করা অসুবিধাজনক হয়ে দাড়াচ্ছিল। কলকাতার মানুষেরা মূলত দুটি অ্যাপ ক্যাব ব্যবহার করতেন এতদিন। ওই দুটি অ্যাপই তাদের বেস প্রাইস বাড়িয়েছে প্রায় ১৮ শতাংশ। শুধু তাই নয়, পরিষেবারও অবনতি হয়েছে ওই দুটি অ্যাপের।এসি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন অনেক আরোহী। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে চালকেরাই এসি বন্ধ রেখে তেল বাঁচিয়ে থাকেন। শুধু যে আরোহীদের অসুবিধার সৃষ্টি হয়েছিল তা নয়, চালকেরাও প্রতি কিলোমিটারে মাত্র ১৩ টাকা করে পান। এই সমস্যাগুলোর জন্যই কলকাতায় শুরু হয়েছে নতুন অ্যাপ ক্যাব পরিষেবা। আপাতত ১০০০ টি গাড়ি চলছে শহরে। এরপর গাড়ির সংখ্যা ও পরিষেবা বাড়বে। পুজোয় শহরতলি ও নিকটবর্তী জেলাতেও চলবে রাইড ক্যাব।
শুধু পুরুষ চালক নয়,আপাতত ১৬ জন মহিলা চালক এই ক্যাবের গাড়ি গুলো চালাচ্ছেন। RYDE অ্যাপটি ইন্সটল করে সেখানে গাড়ি বুক করা যাবে। অথবা 9836 111 222 নম্বরে কল করে গাড়ি বুক করা যাবে ২৪ ঘন্টাই। ভাড়া মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই, কিলোমিটারে ১৫ টাকা। সঙ্গে বেস প্রাইস ৩৫ টাকা থাকবে। অর্থাৎ তিন কিলোমিটার যেতে খরচ হবে ৪৫+৩৫=৮০ টাকা। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে ভাড়া অপরিবর্তিত থাকবে। এসি আরোহীর প্রয়োজনে সবসময়ই থাকবে। কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর ‘গিল্ডে’র সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এই অ্যাপে সবার লাভ। গাড়ি-চালক থেকে শুরু করে মালিক এবং অবশ্যই যাত্রীদের অনেক টাকা কম খরচ হবে।”
কিছুদিন পর থেকেই আরো অনেক চালক এবং আরোহী এই নতুন ক্যাবে আগ্রহী হবেন বলে দাবি করেন তৃণমূল বিধায়ক মদন মিত্রে। মদন মিত্র বলেন, “এতে যদি ব্যবসা কমে যাওয়ায় ওই সংস্থা গুলো অশান্তি সৃষ্টির চেষ্টা করে, আমি নিজে রাস্তায় নেমে আন্দোলন করব। দরকার হলে আমি নিজে ওদের অফিসের সামনে ধর্ণায় বসব।”