বাহক নিউজ় ব্যুরো: রাজধানী দিল্লির পর এবার খোদ কলকাতায় খুলে গেল ‘One8 Commune’ রেঁস্তোবারের নতুন শাখা৷ ১৩, হো-চি-মিন সরণীর এই রেস্তোরাঁটির মালিক অন্য কেউ নন, ভারতবর্ষের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ক্রিকেটার বিরাট কোহলি স্বয়ং। শনিবার, আনুষ্ঠানিকভাবে রেঁস্তোবারটি খুলে যায় সাধারণ মানুষের জন্য। এদিন, দুপুর থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা ছিল ক্রিকেটারের এই নয়া প্রতিষ্ঠান। রেঁস্তোরা সুত্রের খবর,শুরুর দিন থেকেই রেঁস্তোরাটির টার্নআউট ছিল চোখে পড়ার মত!
ককটেল থেকে শুরু করে প্রতিটি পদই পছন্দ করেছেন অতিথিরা জানালেন সেফ ‘Pawan Bisht’
এদিন রাত্রে রেঁস্তোবারটিতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন মুনমুন সেন, রিয়া সেন ও ঊষষী সেনগুপ্ত সহ অনেকেই৷
উষষী জানান “এত সুন্দর একটি শুরু, চোখে পড়ার মত। প্রতিটা বাইট এনজয় করেছি আমরা। আরও অনেক নতুন কিছু আনবে One8, আপনারা নজর রাখুন।”
শনিবার বিরাট কোহলির নতুন রেঁস্তোবার তারকাদের উপস্থিতিতে শুরু করল মহানগরীর নয়া যাত্রা।