বাহক নিউজ় ব্যুরো : মুম্বাইয়ে পুনরাবৃত্তি ঘটলো দিল্লীর ‘নির্ভয়া’ কান্ডের। এক মহিলাকে ধর্ষণের পর পৈশাচিক নির্যাতন চালানো হয়। রড ঢুকিয়ে ছিন্নভিন্ন করা হয় যোনি। শরীরের বিভিন্ন অঙ্গেও ছিল আঘাত ও গভীর ক্ষত। ক্ষতবিক্ষত করে দেওয়া হয় যৌনাঙ্গ।
সঙ্কটজনক অবস্থায় থাকা ওই নির্যাতিতা ৩৩ ঘন্টার লড়াইয়ের পর শেষে হার মানলেন। শনিবার সকালে ঘাটকোপর রাজওয়াড়ি হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। মুম্বাই পুলিশ টুইট করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মুম্বাইয়ের আন্ধেরি ইস্টের এক সড়কে টেম্পোর ভেতর এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে সারা টেম্পো জুড়ে চাপচাপ রক্ত, তার মধ্যেই রক্তে ভেসে যাচ্ছেন এক অচৈতন্য মহিলা।
আন্ধেরির সাকিনাকা এলাকার এই ঘটনা নিয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার মহেশ্বর রেড্ডি বলেছেন , রাত তিনটে নাগাদ মুম্বাই পুলিশের কন্ট্রোলরুমে ফোন করে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি টেম্পো থেকে রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করেন। কাছেই একটি গাড়ীতে আরেক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার বয়স ৩২-৩৩ হবে। ঘাটকৈপারের রাজওয়াড়ি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে সেখানে মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণ মেলে।
ঘটনায় ওই সিসিটিভি ফুটেজ দেখে মোহিত চৌহান নামে ৪৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টা করার মামলা ও রুজু হয়েছে। তবে কেন ওই মহিলাকে এমন নৃশংস ধর্ষণের শিকার হতে হল তা এখনো জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মূল অভিযুক্ত মোহিতের সাথে আরো বেশ কয়েকজন জড়িয়ে আছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
Published on Saturday, 11 September 2021, 6:27 pm | Last Updated on Saturday, 11 September 2021, 6:28 pm by Bahok Desk









