Table of Contents
Bahok News Bureau: লিজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩ (Legends League Cricket 2023)এর টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বিশ্বের সমস্ত কিংবদন্তি খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন।উদ্বোধনী সংস্করণে তিনটি দল ছিল, যার মধ্যে জিতেছিল টিম এশিয়া লায়ন্স। চলতি বছরে লিজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩এ ছয়টি দল নিয়ে খেলা হচ্ছে, যেখানে তাবড় তাবর খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। এই ছয়টি দল যথাক্রমে ইন্ডিয়া ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, ভিলওয়ারা কিংস, মনিপাল টাইগার্স, সাউদার্ন সুপার স্টারস, আরবানরাইজার্স হায়দ্রাবাদ।
কারা নেতৃত্বে রয়েছেন?
সাউদার্ন সুপার স্টারদের নেতৃত্বে রয়েছেন অ্যারন ফিঞ্চ, গুজরাট জায়ান্টসের নেতৃত্বে পার্থিব প্যাটেল, মনিপাল টাইগার্সের নেতৃত্বে হরভজন সিং এবং আরবানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বে সুরেশ রায়না।
লিজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket) ২০২৩ তারিখ
এলএলসি (Legends League Cricket) ২০২৩এর সূচনা হয়েছে চলতি বছরের ১৮ই নভেম্বর এবং এলএলসি ২০২৩এর সমাপ্তি নির্ধারিত হয়েছে ৯ই ডিসেম্বর। এলএলসি ২০২৩ টুর্নামেন্ট ভারতের স্টার স্পোর্টস টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এবং এর লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar), ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটেও পাওয়া যাবে।
আরও পড়ুন : Kolkata: মর্মান্তিক ঘটনা! বিড়ালকে বাঁচাতে গিয়ে ৬ তলা থেকে পড়ে মৃত্যু ঘটলো এক মহিলার, জানুন পুরো ঘটনা
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Tuesday, 28 November 2023, 1:01 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk









