বাহক নিউজ় ব্যুরো: আসন্ন পুরভোটে কি কংগ্রেসের সঙ্গে জোট করবে বামেরা? নেতাদের মধ্যে রয়েছে দ্বিমত। রাজ্য কমিটির বৈঠকে একলা চলারই দাবি উঠল ফের।
২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেসের থেকে কম আসন পায় বামেরা। ৪৪ টা আসন নিয়ে প্রধান বিরোধী দল হয়েছিল কংগ্রেস। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, কংগ্রেসের সঙ্গে জোটে বামেদের লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি, লাভ হচ্ছে কংগ্রেসের। ২০১৯ লোকসভা ভোটে আলাদা লড়ে বাম এবং কংগ্রেস। ফলাফল চূড়ান্ত বাজে হওয়ায় ফের ২০২১ সালে জোট হয় তাদের। কিন্তুু আরো ভরাডুবি হয় একইসঙ্গে বাম এবং কংগ্রেস। উপনির্বাচনে শান্তিপুর আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়ে প্রায় ২০% ভোট পায় সিপিএম। ওই আসনে কংগ্রেস অত্যন্ত খারাপ ফল করে। এরপর থেকেই বাম কর্মী সমর্থকরা দাবি করেন পরবর্তী ভোট গুলোয় একাই লড়াই করুক বামেরা। এবার সেই দাবি আরো জোরালো হল, পুরভোটের আগে দাবি উঠল সিপিএম–এর রাজ্য কমিটি বৈঠকে।
রাজ্য কমিটির বৈঠকে কর্মীদের সুরে নেতাদের একাংশ বলেন এবার পুরভোটে একাই লড়া উচিত বামেদের।লাভ যদি হয়ে থাকে তবে একমাত্র কংগ্রেসের লাভ হচ্ছে। সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কিছুদিন আগে বলেছিলেন, “ভোট শেষ, জোট শেষ”। রাজ্য নেতাদের মুখে অন্য সুর শোনা গিয়েছিল। জেলাস্তরের নেতারা চান বামেরা একাই লড়াই করুক। “জোট নিয়ে পরীক্ষানিরীক্ষা বন্ধ হোক” এমনটাই বলেছেন তাঁরা। স্থানীয়স্তরে সিদ্ধান্ত জেলা নেতৃত্বর উপরই ছাড়া হবে বলে জানান সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
বিমান বসু রবিবার বলেছিলেন পুরভোটে জোটের বিষয় সম্পর্কে বৈঠকে নতুন করে আলোচনা হবে। বৈঠকে নেতাদের একাংশ জোট না চাওয়ায় শেষমেশ জোট হয় কিনা সেদিকেই তাকিয়ে থাকবে বামপন্থী কর্মী, সমর্থকরা।