বাহক নিউজ় ব্যুরো: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।বিশ্বকাপের কোনো ফরম্যাটেই এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবুও এই ম্যাচে ভারতকে কড়া টক্কর দিতে চলেছে পাকিস্তান। দেখা নেওয়া যাক কাদের মুখোমুখি হতে হবে বিরাট-রোহিত-বুমরাহদের।

ব্যাটিংয়ের অন্যতম ভরসা দলের অধিনায়ক বাবর আজম। টি২০ ক্রিকেটে আইসিসি-র ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর। তার গড় ৪৬.৮৯। বুমরাহ-জাদেজাদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শতরান ছিল ফখরের। এরপরেও ধারাবাহিকভাবে ভালো রান করেছেন ফখর। ব্যাটিংয়ে আরো এক ভরসার নাম মহম্মদ রিজওয়ান। উইকেট রক্ষক এই ডান হাতি ব্যাটার গত একবছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার ব্যাটিং গড় ৪৮.৪০। এছাড়াও ব্যাটিংয়ে ভরসা জোগাবেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক এবং মহম্মদ হাফিজ। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও ভূমিকা রাখতে পারেন এই দুইজন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অলরাউন্ডারে সমৃদ্ধ এই পাক দলের অন্যতম ভরসা দলের সহ-অধিনায়ক বোলিং-অলরাউন্ডার শাদাব খান। আরো এক ভরসা ইমাদ ওয়াসিম। শাদাব এবং ইমাদ দুইজনেই স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও ভূমিকা রাখতে পারেন।

জোরে বোলিয়ে বিরাট-রোহিতদের শক্ত চ্যালেঞ্জ ছুঁড়তে পারে জোরে বোলার হ্যারিস রউফ। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করতে পারেন হ্যারিস। টি-২০ ফরম্যাটের জন্য ভালো বোলার হিসেবে পরিচিত তিনি। এছাড়াও রয়েছে জোরে বোলার হাসান আলি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলার ছিলেন হাসান আলি। এদের সঙ্গে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাঁ-হাতি শাহিনের ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে করা ইয়র্কার সামলাতে অসুবিধায় পড়তে হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের।

এবারের পাকিস্তান দল ভারতকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়তে পারে দুটো কারণে, এক, সম্প্রতি টি-২০ ফরম্যাটে বাবর-শাহিনদের ভালো ফর্ম। দুই, গত তিন বছরে আরব আমিরশাহিতে হোম গ্রাউন্ড হিসেবে ম্যাচ খেলতে খেলতে আবহাওয়া ও পিচের সঙ্গে পাকিস্তান দলের মানিয়ে নেওয়া। তাই, একটা জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট-প্রেমীরা।