বাহক নিউজ় ব্যুরো: দিল্লির বিজ্ঞানভবনে সোমবার আয়োজন করা হয়েছিল ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তথ্য-সম্প্রচার মন্ত্রকের অন্তর্গত ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিজয়ীদের নাম ঘোষণা করে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলিকছ পুরস্কার দেওয়া হয়। ২০২০ সালের মে মাসে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।
আসুন দেখে নিই 67 তম জাতীয় পুরস্কার কারা কারা পেলেন-
*সেরা ফিচার ফিল্ম- মরক্কর: লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি(মালায়ালম)
*সেরা অভিনেতা (যৌথভাবে)- মনোজ বাজপায়ী ‘ভোঁসলে'( হিন্দি),ও ধনুশ ‘আসুরান’ (তামিল)
*সেরা অভিনেত্রী- কঙ্গনা রানাওয়াত ‘পঙ্গা’ ও ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’
*সেরা পার্শ্বচরিত্র(অভিনেত্রী)- পল্লবী জোশী ‘দ্য টাসকেন্ট ফাইল'(হিন্দি)
*সেরা পার্শ্বচরিত্র (অভিনেতা)- বিজয় সেতুপতি’ সুপার ডিলাক্স'(তামিল)
*সেরা পরিচালক – সঞ্জয় পুরান সিংহ চৌহান ‘ভট্টর হুরে’ (হিন্দি)
*সেরা নতুন পরিচালক- মাথুকুট্টি জেভিয়ার ‘হেলেন'(মালায়ালম)
*সেরা শিশু শিল্পী- নাগা বিশাল ‘কেডি’ (তামিল)
*সেরা অ্যাকশন ডিরেক্টর- অবনি শ্রীমান্নানারায়ণ(কন্নড়), বিক্রম মোর
*সেরা কোরিওগ্রাফি- মহাঋষি (তেলুগু), রাজু সুন্দরম
*সেরা বিশেষ এফেক্ট – ‘মরক্কর: দ্য লায়ন অফ দ্য আরাবিয়ান সি’ ( মালায়ালম),সিদ্ধার্থ প্রিয়দর্শন
*বিচারকদের বিচারে সেরা – ওথাথা সেরুপ্পু সাইজ ৭ (তামিল),রাধাকৃষ্ণ পার্থিব
*সেরা গীতিকার – প্রভা বর্মা ,’কোলাম্বি'(তামিল)
*সেরা সুরকার – ডি.ইমন ‘বিশ্বসম’ (তামিল)
*সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক- প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ‘জ্যেষ্ঠপুত্র’ (বাংলা)
*সেরা মেকআপ শিল্পী- রঞ্জিন ‘হেলেন’ (মালায়ালম)
*সেরা পোশাক- সুজিত সুধাকরণ ও ভি.সাই ‘মরক্কর: দ্য লায়ন অফ দ্য আরাবিয়ান সি’ (মালায়লম)
*সেরা প্রযোজনা ডিজাইনার- আনন্দী গোপাল (মারাঠি), সুনীল নিগওয়েকর ও নীযলেশ ওয়াগ
*সেরা অডিওগ্রাফি(লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট)- লিউড (খাসি), দেবজিৎ গায়েন
*সেরা অডিওগ্রাফি- ওথাথা সেরুপ্পু সাইজ ৭ (তামিল) , রিসুল পুকুট্টি
*সেরা স্ক্রিনপ্লে(আসল)-‘জ্যেষ্ঠপুত্র'(বাংলা) কৌশিক গঙ্গোপাধ্যায়
* সেরা স্ক্রিনপ্লে (অন্যের থেকে নেওয়া)- গুমনামি (বাংলা), সৃজিত মুখোপাধ্যায়
*সেরা চিত্রনাট্যকার- দ্য টাসকেন্ট ফাইলস (হিন্দি), বিবেক রঞ্জন অগ্নিহোত্রী
*সেরা সিনেমাটোগ্রাফি- জাল্লিকাট্টু (মালায়ালাম) , গিরিশ গঙ্গাধরণ
*সেরা সম্পাদনা- জার্সি (তেলেগু) নবীন নুলি
*সেরা শিশুদের সিনেমা- কস্তুরি (হিন্দি) *সেরা পরিবেশ সংরক্ষণের ছবি- ওয়াটার বুরিয়াল( মনপা)
*সেরা সামাজিক বিষয়ের ছবি- আনন্দী গোপাল (মারাঠি)
*জাতীয় ঐক্যের ওপর সেরা সিনেমা- তাজমহল (মারাঠি)
*স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারীরা জনপ্রিয় চলচ্চিত্র – মহর্ষি (তেলেগু)
*সেরা মহিলা সংগীতশিল্পী- সবীন রবীন্দ্র , ‘বরদো'(মারাঠি)
*সেরা পুরুষ সঙ্গীতশিল্পী -বি প্রাক ‘কেশরী’ (হিন্দি)
সেরা আঞ্চলিক ভাষার সিনেমার তালিকা:
*সেরা হিন্দি সিনেমা- ছিছোঁড়ে
*সেরা তেলেগু সিনেমা- জার্সি
*সেরা মালায়ালাম সিনেমা- কাল্লা নোট্টাম *সেরা তামিল সিনেমা- আসুরান
*সেরা পানিয়া সিনেমা- কাঞ্জিরা
*সেরা মিশিং সিনেমা- অনু রুয়াদ
*সেরা খাসি সিনেমা- লিউড
*সেরা ছত্তিশগড়ের সিনেমা- ভুলান দ্য মেজ
* সেরা হরিয়ানি সিনেমা- ছোরিয়া ছোরো সে কম নেহি হোতি
*সেরা টুলু সিনেমা- পিঙ্গারা
*সেরা পাঞ্জাবি সিনেমা- রব দ্য রেডিও ২ *সেরা ওড়িশার সিনেমা- কালিরা আতিত্তা ও সালা বুধর বদলা
*সেরা মনিপুরী সিনেমা- ইগি কোনা
*সেরা মারাঠি সিনেমা- বরদো
*সেরা কঙ্কনি সিনেমা- কাজরো
*সেরা কন্নড় সিনেমা- আকশি
*সেরা বাংলা সিনেমা- গুমনামি
*সেরা অসমের সিনেমা – রোনুয়া: হু নেভার সারেন্ডার
নন ফিচার ফিলম অ্যাওয়ার্ডস
*সেরা ভয়েস ওভার- স্যার ডেভিড অ্যাটেনবোরো ‘ফর ওয়াইল্ড কর্নাটক’ (ইংরেজি)
*সেরা সঙ্গীত পরিচালক-বিশাখজ্যোতি, ‘ক্রান্তিদর্শী’ গুরুজি: আহেড অফ টাইমস’ (হিন্দি)
*সেরা সম্পাদনা -অর্জুন গৌরিসারিয়া ‘শাট আপ সোনা’ (হিন্দি/ ইংলিশ)
*সেরা অডিওগ্রাফি- রাধা( মিউজিকাল) অলউইন রেগো ও সঞ্জয় মৌর্য
*সেরা অন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট- রহস্য (হিন্দি) সপ্তর্ষি সরকার
*সেরা সিনেমাটোগ্রাফার- সবিতা সিং, ‘সোনসি'(হিন্দি )
*সেরা পরিচালক- সুধাংশু সারিয়া ‘নক নক নক’ ( ইংলিশ/ বাংলা)
*পারিবারিক মূল্য নিয়ে সেরা ছবি- ওরু পথিরা স্বপ্নম পোলে (মালায়ালাম)
*সেরা শ্যুট ফিকশন ছবি- কাস্টডি,( হিন্দি/ ইংলিশ)
*সেরা জুড়ি আওয়ার্ড – স্মল স্কেল সোসাইটি (ইংলিশ)
*সেরা অ্যানিমেশন ছবি- রাধা (মিউজিকাল)
*সেরা তদন্তকারী ছবি- জাক্কাল (মারাঠি) *সেরা এক্সপ্লোরেশন ছবি- দ্য ওয়াইল্ড কর্নাটক (ইংরেজি)
*সেরা শিক্ষামূলক সিনেমা- অ্যাপেল এন্ড অরেঞ্জ (ইংরেজি)
*সেরা সামাজিক বিষয় ছবি- হোলি রাইটস (হিন্দি ), লাডলি (হিন্দি)
*সেরা পরিবেশ বিষয়ক ছবি – দ্য স্টর্ক সেভিয়রস (হিন্দি)
*সেরা প্রচারমূলক ছবি- দ্য শাওয়ার (হিন্দি) *সেরা শিল্প-সংস্কৃতি মূলক সিনেমা -শ্রীক্ষেত্রে -রু -সহিজাতা (ওড়িয়া) *সেরা আত্মজীবনীমূলক সিনেমা- এলিফ্যান্টস দো রিমেম্বার (ইংরেজি)
*সেরা এথনোগ্রাফিক সিনেমা- চরণ – আটবা দ্য এসেন্স অফ বিইং নরমাল (গুজরাতি)
* নন-ফিতার সিনেমার সেরা নতুন পরিচালক – রাজ প্রিতম মোরে ‘খিসা’ (মারাঠি)
*সেরা নন-ফিচার সিনেমা- অ্যান ইঞ্জিনিয়ার ড্রিম (হিন্দি )
অন্যান্য পুরস্কার
*অধিকাংশ সিনেমা বান্ধব রাজ্য- সিকিম *সেরা বই সিনেমার- আ গান্ধীয়ান অ্যাফেয়ার , সঞ্জয় সুরী
*সেরা সিনেমা সমালোচক- সোহিনী চট্টোপাধ্যায়