বাহক নিউজ ব্যুরো : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে যখন তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কায় ভারত, তখন দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিল জুরিখের ইমিউনোলজিস্টের দাবি। নতুন স্ট্রেনটি অন্যান্য ভ্যারিয়্যান্টের থেকে ভয়াবহ হতে পারে বলে দাবি করলেন প্রফেসর সাই রেড্ডি।
জুরিখের ইমিউনোলজিস্ট জানান, বর্তমানে করোনার যে স্ট্রেনগুলি রয়েছে সেগুলি মিলে একটা ভয়াবহ স্ট্রেন তৈরি হতে পারে। এই স্ট্রেনটি ডেল্টা,বিটা, গামার থেকেও ভয়াবহ হতে পারে। রেড্ডি আরো বলেন, “কোভিড -২২ এখন আমরা যা দেখছি তার চেয়েও খারাপ হতে পারে। আগামী কয়েক বছরে আমাদের একাধিক টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যা ক্রমাগত নতুন রূপের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।” রেড্ডি দাবি করেছেন, “যদি এই ধরনের বৈকল্পিকতা দেখা দেয়, তাহলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তা চিনতে হবে এবং ভ্যাকসিন নির্মাতাদের দ্রুত ভ্যাকসিনটি খাপ খাইয়ে নিতে হবে। এই নতুন রূপের উদ্ভব একটি বড় ঝুঁকি।”
করোনা প্রসঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্রিস স্মিত বলেছেন, “আমরা মানছি এখনও করোনা মহামারী শেষ হয়নি। সংক্রমণ কমলেও নতুন রূপে বারবার ফিরে আসছে করোনা।” বিশেষজ্ঞদের দাবি, কোভিড টিকা যাঁরা নেননি তাঁদের মধ্যে বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা সম্ভাব্য সুপার স্প্রেডার হিসেবে গণ্য হতে পারেন।