বাহক নিউজ় ব্যুরো: বিয়ের হতে না হতেই বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন নববিবাহিত বা নববিবাহিতাদের জিজ্ঞাসা করেন ‘সুখবর কবে আসছে?’ বা ‘সংসারে নতুন সদস্য কবে আসছে?’, আবার অনেকে মুখে না বললেও আশা করে থাকেন সংসারে একটি পুত্র বা কন্যাসন্তানের। কিন্তুু সব দম্পতিই কি সন্তান চায়? না, অনেক দম্পতি চায় না, আগে সমাজের চাপে অন্যদের দাবি মেনে নিত প্রায় সকল দম্পতি কিন্তুু এখন আর সেরকমটা হচ্ছে না। প্রচলিত ‘নিয়মে’র বাইরে বেরিয়ে আসছেন অনেকেই।
মনে করাই হয় যে বিয়ের করা মানেই পরবর্তী বংশধরের জন্ম দেওয়া। অথবা পরবর্তী বংশধর পেতে বিয়েটা প্রয়োজনীয়। কিন্তু বিয়ের সাথে সন্তান জন্ম দেওয়া এবং লালন পালনের কোনো সম্পর্ক আছে কিনা সেটি তো দম্পতিরাই ঠিক করবে। তাই, যেরকম বিয়ের বন্ধনে বাধা না থেকে লিভ ইন সম্পর্ক এখন অনেক দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে সন্তানহীন দাম্পত্য সম্পর্ক। কিন্তুু কেন এরকম ভাবছেন কিছু দম্পতি? জেনে নেওয়া যাক কয়েকটি কারণ
১. দায়িত্ব থেকে মুক্তি- সন্তানের জন্ম দেওয়া মানেই তাকে বড় করার সমস্ত দায়িত্ব। ঘুম পাড়ানো থেকে শুরু করে ঘুম থেকে তোলা, স্কুলে পৌছে দেওয়া থেকে শুরু করে স্কুল থেকে নিয়ে আসা সমস্তটা দিক বাবা-মাকেই দেখতে হয়। তাই অন্যের জীবন তৈরি করার দিকে না গিয়ে অনেক দম্পতি নিজেরা তাদের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন।
২. অর্থ সঞ্চয় – সন্তান জন্ম দেওয়ার পর থেকে তাঁকে বড় করা, তার শিক্ষার খরচ, তার অন্যান্য চাহিদার খরচ মেটাতে গেলে দেখা যায় উপার্জনের অর্থ প্রায় সমস্তটাই ব্যায় হয়ে যায়। সঞ্চয় বলে আর কিছু থাকে না নিজেদের পছন্দের জীবন কাটানোর মতো।
৩. অপূর্ণ ইচ্ছাপুরণ – অনেকের ইচ্ছা থাকে বিশ্বভ্রমণ করার। অথবা এমন কোনো গবেষণা করার যেটা পরিবারের মধ্যে থেকে করা সম্ভব না। দূরে কোথাও গিয়ে সেগুলো দীর্ঘদিন ধরে করতে হয়। বা জীবনকে অন্যভাবে দেখার বা জানারও ইচ্ছা থাকে অনেকের তাই, শুধুমাত্র সন্তান জন্ম দিতে এই মানুষেরা রাজি নন। সন্তানের জন্য ব্যয় করা সময়গুলি নিজেদের ইচ্ছাপূরণে কাজে লাগান এঁরা।