বাহক নিউজ় ব‍্যুরো: নবান্ন সূত্রে খবর, আগামী ৩১শে অক্টোবর ,।রবিবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা ।তবে আপাতত ৫০% যাত্রী নিয়ে চলবে ট্রেন। শনিবার রাজ‍্যের চার আসনের উপনির্বাচন আর তারপরের দিন থেকেই লোকাল ট্রেন চলবে স্বাভাবিক নিয়মে ।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে মুম্বাইয়ে।
করোনা পরিস্থিতির আগের অবস্থায় লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য এবং পশ্চিম রেল। মুম্বাইয়ের লাইফ লাইন বলা হয় লোকাল ট্রেনকে। বৃহস্পতিবার থেকে মধ্য রেল ১,৭৭৪টি এবং পশ্চিম রেল ১,৩৬৭টি লোকাল ট্রেন চালাবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

লোকাল ট্রেন এই রাজ‍্যের‌ও লাইফ লাইন।প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী হাওড়া ও শিয়ালদহ দিয়ে যাতায়াত করেন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলা লোকাল ট্রেন চালানোর জন্য তৈরি ছিল ।এখন রাজ্য সরকার বিধিনিষেধ তুলে নেওয়ায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন ‘গত মে মাস থেকে রাজ্য সরকারের নির্দেশেই লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ রয়েছে। রাজ্য সরকারের অনুমতি মেলায় এখন রবিবার থেকে তা চালু হবে ।আমরা আগে থেকেই তৈরী ছিলাম।’ একই সঙ্গে তিনি বলেন ‘সব লোকাল ট্রেন চালু হয়ে গেলেও রেলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আর্জি থাকবে যাতে কেউ খুব জরুরী কারণ ছাড়া ট্রেন সফর না করেন ।’

এখন সব শাখাতেই কিছু কিছু স্পেশাল ট্রেন চলাচল করছে। সাম্প্রতিককালে তার সংখ্যা বাড়ানো হয়েছে ।অক্টোবর মাস পর্যন্ত বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। তবে সেই মেয়াদ শেষ হ‌ওয়ার আগের দিন‌ই তিনি স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা।

সম্প্রতি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যের স্কুল কলেজ খোলা হবে। আর সেই ঘোষণার পরেই রেল কর্তারা আশা করেছিলেন খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে। শুক্রবার বিকেলে সেই খবর পাওয়া গেল।