
Table of Contents
Bahok News Bureau: চলতি বছরটা বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খানের জন্য খুব ভালো সময় প্রমাণিত হয়েছে। ‘পাঠান’ (Pathan) এবং ‘জওয়ান’ (Jawan) প্রভৃতি দুর্দান্ত সিনেমার মাধ্যমে তিনি ২০২৩ সালের সবচেয়ে সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এই দুটি সিনেমায় বক্স অফিসে মোট ২০০০ কোটি টাকা আয় করেছে। আবার খুব শীঘ্রই এই অভিনেতাকে দেখা যাবে ‘ডাঙ্কি’ (Dunkey) নামক সিনেমাতে। এই সিনেমাটি ব্লকবাস্টার প্রমাণিত হবে বলে আশা করা হচ্ছে। এই সবের মাঝেই শুনতে পাওয়া গেল শাহরুখকে নিয়ে হলিউড অভিনেতা টম হিডলস্টোনের মন্তব্য (Loki-Shahrukh Khan)। ঠিক কী বললেন তিনি? চলুন জেনে নেওয়া যাক।
কিং খান বর্তমানে অ্যাকশনে মগ্ন:
প্রায় তিন দশক ধরে বলিউডের প্রেমের ছবিতে প্রায় একচেটিয়া রাজত্ব করার পর এই বার অ্যাকশনের দিকে মন দিয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। অ্যাকশন হিরো হিসাবে দর্শকের মনে নিজের জায়গা তৈরি করতে চান তিনি। রোম্যান্সের পাশাপাশি অ্যাকশনেও যে কম যান না তিনি, তার প্রমাণ মিলেছে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায়। চলতি বছরে বক্স অফিসে রীতিমতো রাজত্ব করেছে এই দুই সিনেমা। এবার কি তবে বলিউড থেকে হলিউডের অ্যাকশন সিনেমার দিকে পা বাড়াবেন শাহরুখ? এদিকে কিং খানের প্রশংসা করেছেন ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন (Loki-Shahrukh Khan)।
কী বললেন টম হিডলস্টোন?
এক সাক্ষাৎকারে টম হিডলস্টন (Tom Hiddleston) বলেছিলেন যে, লোকির চরিত্রে যদি কোনো বলিউড অভিনেতা মানানসই হন, তবে তা হবেন শাহরুখ খান (Loki-Shahrukh Khan)। ব্রিটিশ অভিনেতা বলেছিলেন যে, শাহরুখ লোকির চরিত্রে ভালো অভিনয় করবেন। এর আগেও কিং খানের প্রশংসা করেছিলেন টম। এক সাক্ষাৎকারে তিনি ব্রিটেনে ‘দেবদাস’ দেখার কথা উল্লেখ করে শাহরুখের অনেক প্রশংসা করেন।
টমের সাম্প্রতিক কাজ:
প্রসঙ্গত, টম হিডলস্টনকে শেষ দেখা গেছিল ‘লোকি সিজন ২’ (Loki Season 2)-এ। নতুন সিজন লিখেছেন এরিক মার্টিন এবং পরিচালনা করেছেন জাস্টিন বেনসন এবং অ্যারন মুরহেড। এটি ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করা যেতে পারে। চলতি বছরের মুক্তি পেয়েছে টম অভিনীত ব্রিটিশ সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি সংস্করণ। এই সিরিজে অভিনয় করেছেন বলিউড অভিনেতা আদিত্য রায় কপূর। আদিত্যের কাজের প্রশংসা করে তাঁকে ভিডিয়ো বার্তাও পাঠিয়েছিলেন টম।
আরও পড়ুন: Mamata Banerjee : ফের মমতার নিশানায় মোদী। কি ঘটেছে জানুন বিস্তারিত
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Saturday, 18 November 2023, 11:59 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk








