বাহক নিউজ় ব্যুরো: চলছে ভবানীপুর উপনির্বাচন। ভবানীপুরে সিপিআইএমের ক্যাম্পে দেখা গেল মদন মিত্রকে। সিপিআইএম ক্যাম্পে দেখা গেল ফিরহাদ হাকিমকেও।

উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস, তৃণমূলের প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জী। রাজনৈতিক ভাবে তাঁরা আলাদা দলের হলেও ভোটের দিন একইসঙ্গে দেখা গেল ভবানীপুরের সিপিআইএম এবং তৃণমূল নেতাদের। এদিন সিপিএমের ক্যাম্পে লাল জামা গায়ে দেখা গেল মদন মিত্রকে।চোখে ছিল ব্রাউন সানগ্লাস। মদন বেশ খোশমেজাজে ছিলেন, বললেন “ভবানীপুর মানে হচ্ছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা ভবানীপুর, গুজরাত নয়।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সিপিএম ক্যাম্পে এসে চা পান করলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। চা খাওয়ার আগে সিপিআইএম কর্মীদের ফিরহাদ জিজ্ঞাসা করেন, “চায়ে চিনি দিয়েছ তো?” আলাদা রাজনৈতিক দলের হয়েও একই ক্যাম্পে বসা প্রসঙ্গে মদন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা এটা। কী আছে! সবাই একই পাড়ার ছেলেপুলে।” তারপর ক্যাম্পের ছাতার দিকে দেখিয়ে মদন বলেন, “সুন্দর ছাতা লাগিয়েছে, ছায়া আছে। সবাই বসলাম একটু।”

ক্যাম্পে মদন মিত্রের পাশে থাকা সিপিআইএম নেতা বলেন, “আমাদের রাজনীতির সম্পর্ক ছাড়াও অন্যরকম সম্পর্ক আছে।” ফিরহাদ হাকিমও একই সুরে বলেন, “পাড়ার ছেলে, আমাদের মধ্যে অন্য সম্পৰ্ক আছে।”