বাহক নিউজ় ব্যুরো: যোগী আদিত্যনাথের বিজ্ঞাপন বিতর্ক আলোচনার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের ফেসবুক ওয়ালে হোক বা রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে, উত্তরপ্রদেশের বিজ্ঞাপন চর্চায়। এই ইস্যুতে কটাক্ষ শুনতে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। চলতি সপ্তাহে বৃহস্পতিবারে ভবানীপুর উপ-নির্বাচন প্রসঙ্গে ৭২ নম্বর ওয়ার্ডে উত্তম উদ্যানে এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে একটি সভার আয়োজন করা হয়েছিল।

সেই সভাতেই যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনের কেন্দ্র প্রসঙ্গে তিনি কটাক্ষ করে তিনি বললেন, “এখানে তো আমার উন্নয়নের কাজকে কোথাও কোথাও নিজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আসলে উন্নয়নের নামে তো এতদিন কিছু করেনি ওরা। তাই তো আমার করা বিষয়গুলি চুরি করেই কাউকে কাউকে নিজের বলে চালাতে হচ্ছে”। তিনি আরও বললেন, “কারও জিনিস এভাবে নেওয়াটা ঠিক নয়। এই ধরনের চিটিং করা কখনওই উচিত নয়। আমাকে বললেই হয়, আমি নিজেই ছবি তুলে পাঠিয়ে দিতাম”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উল্লেখ্য, এই বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও অন্যান্য তৃণমূল নেতারাও মন্তব্য করেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, প্রায় কেউই বাকি থাকেন নি এই বিষয়ে যোগী সরকারকে কটাক্ষ করার ব্যাপারে। এই প্রসঙ্গে ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, “উত্তরপ্রদেশে কোনও উন্নয়ন নেই। তাই যোগীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিজের বলে চালাতে হচ্ছে”।