বাহক নিউজ় ব্যুরো:  ভবানীপুর উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। একুশ বিধানসভায় ‘জয় বাংলা’ বলে আসরে নেমেছিল সবুজ শিবির ; প্রতি পদে পদে হিন্দি সাম্রাজ্যবাদ এবং ‘বহিরাগত’ ইস্যুতে চেপে ধরেই ভোটের বৈতরণী পার করেছিল মমতা বাহিনী৷ কিন্তু ভবানীপুর উপনির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায় কে রিকোয়ার্ড ভোটে জেতাতে অন্য স্ট্র্যাটেজির মাস্টারস্ট্রোক সবুজ শিবিরের।
এবার উপনির্বাচনে বাঙালি অস্মিতার বলয় থেকে বেরিয়ে হিন্দিভাষী জনগোষ্ঠীর মন জয় করতে আসরে মমতা। আজ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবানীপুরের হিন্দিভাষী ভোটারদের সাথে বিশেষ বৈঠক করা হবে বলে খবর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট ভবানীপুরের 70 এবং 74 নম্বর ওয়ার্ড কার্যত অ-বাঙালি ভোটারে পরিপূর্ণ। বিধানসভা থেকে লোকসভা ভোট এতেই এই কয়েকটি ওয়ার্ড এ মমতা বন্দ্যোপাধ্যায়’কে সামান্য ভোটেই সন্তুষ্ট থাকতে হয়৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সিং দেওয়াল অবাঙালি হওয়ায়, এই সমস্ত ওয়ার্ডের অবাঙালি ভোটের সবটুকু পাখির চোখ করছে বিজেপি৷ বলাই বাহুল্য সেই লক্ষ্যেই ভাটপাড়ার অবাঙালি বিজেপি নেতা অর্জুন সিং কে দেওয়া হয়েছে ভবানীপুরের দায়িত্ব৷ বঙ্গভোটে, অবাঙালি মন জয় করতে তাই আসুরিক কোমর বেঁধে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আজ হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে পোস্ট করা হয়েছে৷ এই নিয়েই কার্যত সরগরম রাজ্য রাজনীতি। তবে কী অবস্থা বুঝেই ব্যবস্থা? হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখেই ‘বাংলার নিজের মেয়ে’-র এই মাস্টারস্ট্রোক কতটা ফলপ্রসু হবে তা জানা যাবে ফলপ্রকাশের দিনেই।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount