বাহক নিউজ় ব্যুরো: গোয়া সফরের তৃতীয় দিনেও চমক অব্যাহত মমতা ব্যানার্জীর। শোনা গিয়েছিল মমতার সঙ্গে সাক্ষাৎ করছেন না গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। কিন্তুু আজ স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হচ্ছে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাইয়ের।
গতকাল নফিসা আলি, লিয়েন্ডার পেজদের গোয়ায় তৃণমূলে যোগদান করিয়ে চমক ছিল তৃণমূলের তরফে। গোয়া সফরের তৃতীয় দিন আজকের এই সাক্ষাৎ চমকের সঙ্গে রাজনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল যদি গোয়া ফরওয়ার্ড পার্টির জোট সঙ্গী হয় তাহলে গোয়ায় রাজনীতির অঙ্কে তৃণমূলের অনেকটা সুবিধা হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতার দেখা হবে কিনা সেটা নিয়ে জল্পনা চলছিলই। কিন্তুু বিজয় সরদেশাইয়ের টুইটে স্পষ্ট হয়ে গেল আজই সাক্ষাৎ হচ্ছে তাদের। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই টুইটে লিখেছেন, “বিজেপিকে টক্কর দিতে গোয়ায় একটা শক্তিশালী টিম তৈরি করতে দু বছর ধরে অপেক্ষা করছি। দুর্নীতিতে ভরা বিজেপি সরকারকে শেষ করতে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ। ২০২২-এর কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।”
গতকাল কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বলেছেন, “মানুষের ওপর আমরা আস্থা রাখছি। এই বছরটা নতুন সকালের বছর হোক। গোয়া এখন খুবই অবহেলিত। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব। দিল্লির লাড্ডু চলবে না। দিল্লির দাদাগিরিও চলবে না। গোয়ার মানুষই গোয়া চালাবে। আমরা রূপরেখা তৈরি করে দেব।”
গোয়ায় যদি তৃণমূলের সঙ্গে গোয়া ফরোয়ার্ড পার্টির জোট হয় তাহলে গোয়ায় তৃণমূলের জমি শক্ত হওয়ার সঙ্গে বিজেপি বিরোধী দলগুলোকে একজোট হওয়ার বার্তাও দিতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।