বাহক নিউজ় ব্যুরো: রোমে একটি সংগঠনের আমন্ত্রণে শান্তি সম্মেলনে যেতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গুরুত্বহীন বৈঠক বলে বিদেশ মন্ত্রকের তরফ মুখ্যমন্ত্রীর রোম সফর অক্টোবর মাসে বাতিল করে কেন্দ্র। যার বিরুদ্ধে আগেই কড়া ভাষায় প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী।
এদিন গোয়ায় গিয়ে ফের একবার সেই বিষয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার G-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভ্যাক্সিন টীকা নিয়ে বিদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর প্রধানমন্ত্রীর এই রোম সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।
গোয়ায় গিয়ে তিনি জানিয়েছেন,’ ইচ্ছে করেই আমাকে রোমে যেতে দেয়নি। নিজে যাবে বলে আমাকে আটকে দিয়েছে। হিংসা করে এই কাজ করেছে। কই আমিতো কোনোদিন কাউকে বাধা দিই না। আমাদের পার্টি তো কাউকে বাধা দেয় না।’
গত ৬ অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদেশ মন্ত্রকের তরফ সে অনুমতি বাতিল করে দেওয়ায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী । তিনি তখন বলেছিলেন ‘বিশ্বশান্তির জন্য একটি মিটিং ছিল রোমে। দুমাস আগে এঁদের সাথে কথাবার্তা হয়েছে। জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী আর আমাকে বলেছিলেন যাওয়ার জন্য। ইতালি সরকার আমাদের জন্য বিশেষ অনুমতি দিয়েছি।ল আমাকে বিশ্ব শান্তি সম্মেলনে বারবার যাওয়ার জন্য বলেছে অথচ কেন্দ্র আমারে যাত্রা বাতিল করে দিল। কেন বন্ধ করলো? যে মুখ্যমন্ত্রীর জন্য নাকি এই যাত্রা নয়। আমি যেখানেই যাব সেখানে বাধা আর আপনাদের লোক খালি এদিক ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না।’
এর আগে শিকাগোতে মুখ্যমন্ত্রীর সফর বাতিল করে কেন্দ্র এদিকে জি-২০ সম্মেলন এর পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে একগুচ্ছ কর্মসূচি।