RSS flag picture mamata speaking amit shah serious
মমতা-মুখে আরএসএস প্রশস্তি!; গরু-কয়লায় অমিত মন্ত্রককে বিদ্ধ করে কেন্দ্রকে আক্রমণ মমতার, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: এবার মমতার মুখে আরএসএস প্রসঙ্গ! সিপিএমের অভিযোগের আরএসএস দুর্গা মমতা এবার করলেন আরএসএস প্রশংসা (Mamata Praises RSS)! বুধবার বিকেলে নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে এই বিতর্ক।

আরও পড়ুন: ‘নকশা ডিজাইন’ দ্বারা মেকয়াপ কর্মসূচি, নতুন দিশা দেখানোর অঙ্গীকার

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এবং তাঁর দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আরএসএসের ((RSS) সকলে খারাপ নন, এখনও অনেক ভদ্র মানুষ আরএসএস করেন। তাঁরা এই বিজেপি (BJP) চান না”। এদিকে, একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee)।

আরও পড়ুন: অর্থ বড়ই শস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত!

কয়লা পাচার (Coal Smuggling Case), গরু পাচার (Cow Smuggling Case) দুর্নীতি নিয়ে কেন্দ্রের দিকেই দায় ঠেললেন তৃণমূল নেত্রী (TMC Leader)। তাঁর দাবি, গরু কয়লা এগুলো তো কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেটি অমিত শাহের দফতর (Ministry of Home Affairs)। ওদের বিএসএফ (BSF) কী করছিল! অন্যান্য কেন্দ্রীয় বাহিনী (Central Forces) কী করছিল? মমতার অভিযোগ, ট্রাঙ্ক ভর্তি হয়ে টাকা গিয়েছে। এদিন তিনি আরও বলেন, গ্যাসের দাম বাড়িয়েছে, মুড়িতে জিএসটি, বিশ্বে পেট্রোলের দাম কমলেও এই দেশে বেড়েছে সেই টাকা কোথায় গেল!