Table of Contents
Bahok News Bureau : বিয়ে দুটি মানুষের মধ্যে হলেও বৈবাহিক সম্পর্ক হলো দুই পরিবারেরও বন্ধন। এক একটি সম্প্রদায়ের বিবাহের রীতিনীতিও (Marriage Customs) এক এক রকম। কিছু সম্প্রদায়ের বিয়ের এমন অনেক নিয়মকানুন আছে, যা অন্য সম্প্রদায়ের লোকজনকে অবাক করে। আজও পৃথিবীর নানা প্রান্তে প্রচলিত রয়েছে বেশ কিছু বৈবাহিক প্রথা, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এমনই এক অদ্ভুত বিয়ের নিয়ম রয়েছে বাংলাদেশের মান্ডি উপজাতি (Mandi tribe of Bangladesh) সম্প্রদায়ের মধ্যে, যা সম্প্রতি নেটমাধ্যমে বেশ ঝর তুলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই রীতি সম্পর্কে বিস্তারিত।
কী সেই রীতি?
বাংলাদেশের (Bangladesh) এই সম্প্রদায়ের মানুষজন আজও নিজেদের সম্প্রদায়ের বাইরের সংস্কৃতিকে খুব একটা গ্রহণ করেননি। তাই সেখানে আজও চলে আসছে প্রাচীন এক বিয়ের প্রথা, যেখানে বাবারা তাদের কন্যা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করে ফেলেন। কি অবাক হচ্ছেন তো? এই বিচিত্র নিয়ম নিয়ে ইতিমধ্যে চারদিকে কটাক্ষও শুরু হয়েছে। মান্ডি উপজাতির মধ্যে বিধবা বিবাহের অনেক বেশি চল রয়েছে। কোনো মহিলার স্বামী মারা গেলে ফের তার বিয়ে দেওয়া হয়। সেই মহিলার যদি কোনো কন্যা সন্তান থাকে, তাহলে সেই কন্যাকে ভবিষ্যতে বিয়ে করে তারই ওই সৎ বাবা। অর্থাৎ ছোট থেকে যাকে বাবা ডাকলো বড় হয়ে তাঁর সঙ্গে শেষমেশ সাতপাকে বাঁধা পড়তে হয়।
কেন এই রীতির প্রচলন?
বাংলাদেশের এই উপজাতি সম্প্রদায়ের (Mandi tribe of Bangladesh) মানুষজন বলেন বিধবাকে বিয়ে করলে তার সঙ্গে তার গোটা পরিবারের দায়িত্ব নিয়ে ফেলেন তারা। সেই কারণেই এই বিবাহের রীতি প্রচলিত রয়েছে। তবে, এই সম্প্রদায়ের মধ্যে রক্তের সম্পর্কে বাবা ও মেয়ের বিয়ে হয় না। সৎ বাবা (Step Father) ও মেয়ের (Daughter) মধ্যেই বিয়ে প্রচলিত আছে। বিয়ের এই রীতিকে স্বাভাবিক বলে মনে করেন না এই সম্প্রদায়ের বাইরের মানুষ। তবে, নিজেদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে মান্ডিরা খুবই রক্ষণশীল বলেই শোনা যায়। তাই আজও মান্ডিরা এমন অদ্ভুত আচার মেনে চলেন।
………………………………………………………………………………………………………………
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।