Table of Contents
Bahok News Bureau:বিগত ৩রা মে প্রথম বন্ধ করা হয় নেট পরিষেবা। তারপর ক্রমে জুলাই, অক্টোবর ও নভেম্বরে মাঝে মাঝে পরিস্থিতি বুঝে ওই পরিষেবা চালু করা হলেও ফের আবার তা বন্ধ করতে বাধ্য হয় মনিপুর(Manipur Govt.) সরকার। তবে আপাতত ১৮ ই ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গা বাদে মণিপুরের বাকি অংশে নেট পরিষেবা চালু থাকবে বলে নির্দেশিকা জারি হয়েছে।
মূলতঃ মণিপুরী গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পরিস্থিতি। এখন কবে এই দ্বন্দ্ব মিটবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
কি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব?
মনিপুরে(Manipur) কুকি – নাগা বনাম মেইতেই জনজাতি সংঘর্ষ এটি। মনিপুরে প্রধানত ৫০% মেইতেই এবং ৪০% কুকি – নাগা জনজাতি র বাস। এরমধ্যে ইম্ফল নিবাসী মেইতেই গোষ্ঠী ‘তফসিল ‘ জাতি ভুক্ত হওয়ার দাবি জানাতেই শুরু হয় এই বিক্ষোভ। এই অশান্তির জেরেই রাইফেলস এ হানা, জন বিক্ষোভ শুরু হয়। জনপ্রতিনিধিদের ওপর হামলা থেকে শুরু করে থানা ঘেরাও ,সাধারণ মানুষের নিজেদের মধ্যে সংঘর্ষ – সব মিলিয়ে মাসের পর মাস অগ্নিগর্ভ মনিপুর। মণিপুরের উত্তাপের আঁচ পড়েছে দিল্লির সংসদের সভাঘরেও।
কতদিন পর্যন্ত চালু হল ইন্টারনেট পরিষেবা?
এছাড়াও ভুয়োখবর, হিংসার বার্তা ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে নেট মাধ্যমকে। এইসব ঘটনার জেরে ভুয়ো খবর আর হিংসা প্রতিরোধ করতে মণিপুরের মুখ্যমন্ত্রী বাধ্য হন নেট পরিষেবা বন্ধ করতে।
মে মাসের পর থেকে খেপে খেপে চালু ও বন্ধ করা হয়েছে পরিষেবা। তবে পরিস্থিতি এখন আগের থেকে পরিস্থিতি কিছুটা সহ হওয়ায় ফের ১৮ই ডিসেম্বর পর্যন্ত মণিপুরের উত্তপ্ত অঞ্চল গুলি বাদে বাকি জায়গা গুলিতে পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মনিপুর সরকার।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Monday, 4 December 2023, 8:51 am | Last Updated on Monday, 4 December 2023, 8:51 am by Bahok Desk









