Manipur
Manipur : এবার মণিপুরের শান্তি ফেরাতে বড়ো পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার! হাতিয়ার ফেলে মূলস্রোতে ফেরার অঙ্গীকার! কী ঘটেছে? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বেশ কয়েক মাস ধরেই মনিপুরে (Manipur ) হিংসার আগুন জ্বলছিল। হানাহানি, রক্তপাতও হয়েছে বিস্তর। এই মুহূর্তে সেই মণিপুর থমথমে। তার মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তিনি জানালেন, মমিপুরের কুখ্যাত উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (United National Liberation Front) এর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন্দ্রের। শাহের দাবি, এই চুক্তিটি দেশের উত্তর-পূর্বে শান্তি ফেরানোর পথে একটি মাইলফলক। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।

কি ঘটেছিল?

একসময়ে স্বাধীন রাজ্য ছিল মণিপুর (Manipur)। স্বাধীনতার ২ বছর, ভারতের সঙ্গে যুক্ত হয় এই রাজ্যটি, কিন্তু অনেকেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এরপরই শুরু হয় আন্দোলন। সেই আন্দোলন থেকে ১৯৬৪ সালের ২৪ নভেম্বর জন্ম নিয়েছিল ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (UNLF) নামক সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা দীর্ঘ ছয় দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধ চালায়। তবে এবার অস্ত্র ছেড়ে এবার সমাজের মূলস্রোতে ফেরার উদ্যোগ। কেন্দ্র ও মণিপুর সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করল ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে একথা জানালেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অমিত শাহ কি বললেন?

এদিন এক্স হ্যান্ডেলে সেই ইউএনএলএফ বাহিনীর বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, ‘একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করাল গিয়েছে! উত্তর-পূর্বে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য মোদী সরকারের নিরলস প্রচেষ্টা পূর্ণতা পাওয়ার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় যুক্ত হল। আজ নয়া দিল্লিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাগত জানাচ্ছি।’

এর আগে, ২০১০ সালে বাংলাদেশ ধরা পড়েছিলেন  ইউএনএলএফের তৎকালীন চেয়ারম্যান রাজকুমার মেঘান ওরফে সানা ইয়াইমা। তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল এনআইএ আদালত। সংশোধানাগারে ভালো আচরণের জন্য শাস্তির মেয়াদ শেষের আগেই অবশ্য ছাড়া পেয়েছিলেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির পর থেকে তিনি আর আগের জীবনে ফেরেননি। তবে, তাঁর অনুপস্থিতিতেও সার্বভৌম স্বাধীন মণিপুরের (Manipur ) দাবিতে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল ইউএনএলএফ। এবার এই শান্তি চুক্তির ফলে, সেই যুদ্ধের অবসান ঘটল।

আরও পড়ুন: Bullet Train in India: খুব শীঘ্রই ভারতের মাটিতে চলবে Bullet Train! কবে চালু হচ্ছে? সর্বপ্রথম কোথায় চলবে? জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আরও পড়ুন: 5G Smartphone under 15000: সাধ্যের মধ্যে সাধ পূরণ! পকেট খরচ বাঁচিয়ে কিনুন 5G স্মার্টফোন, মাত্র ১৫,০০০ টাকায়! রইল তালিকা

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)