বাহক নিউজ় ব্যুরো: সোদপুর সুখচোর আমবাগানের কিছু বন্ধুদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধু শপথ নিয়েছে বাঁচানোর তাগিদে বাঁচাতে শেখা। এই শপথে ব্রতী থেকে বিগত চার বছরের মতো এ বছরও স্বাস্থ্য শিবিরের সাথে সাথে একটি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে মানববন্ধু। আয়োজনের তালিকায় পঞ্চাশটি আর্থিক অসচ্ছল পরিবারের শিশুদের মধ্যে তুলে দেয় নতুন জামাকাপড়, মাস্ক ও খাদ্য সামগ্রী। এছাড়াও ছিল রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য শিবির কর্মসূচী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক সুকুমার রুজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার কবির বসু, ডাক্তার অমিতাভ নারায়ণ মুখার্জি, সংগীতশিল্পী সৌম্যজিত পাল, গদাই ঠাকুর ,অভিনেতা সৌরভ সাহা । এছাড়াও বিশিষ্ট উজ্জ্বল উপস্থিতি । বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক বুক স্বপ্ন নিয়ে এগিয়ে চলা মানববন্ধুর অনুষ্ঠানে সাধারণ অন্নবস্ত্রে বেঁচে থাকা মানুষের মধ্যে সাড়া জাগিয়েছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন – কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দে পঞ্চাশ হাজার টাকার ফুচকা খাওয়ালেন ফুচকা বিক্রেতা

সংগঠনের প্রতিষ্ঠাতা আকাশ দাস মহাশয় এর সাথে আমাদের বাহক প্রতিনিধির সাক্ষাতে তিনি জানান যে- “আজ থেকে চার বছর আগে মানুষের অন্তরের কান্না উপলব্ধি করতে পেরে দুই বন্ধুর উদ্দোগে জন্ম নেয় মানববন্ধুর “। তিনি আরও জানান “সংগঠনের প্রতিনিধিরা প্রত্যেকেই ভীষন আত্মিকভাবে এই কাজের জন্য এগিয়ে আসেন। তাদের মধ্যে জন্ম নিয়েছে মানুষের জন্য মানুষের কাজ করার এক তীব্র ইচ্ছা। উপস্থিত অতিথিবৃন্দের স্বাচ্ছন্দ্য উপস্থিত এবং মানববন্ধন চলার পথকে আরও কয়েক ধাপ এগিয়ে চলেছে। ”

বাহকের মাধ্যমে তিনি বার্তা দিতে চান , সমাজ কল্যাণ এর জন্য এগিয়ে আসা সকল মানুষকে মানববন্ধু জানান সাদর অভিনন্দন।তিনি জানান যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের আর্থিক সাহায্যের সাথে মানসিক সাহায্যের আহ্বান জানান।