Breaking News wriiten red template
গ্রাফিক্স: বাহক

Bahok News bureau: রাজ্য জুড়ে রাজনৈতিক শোরগোলের পর, তৈরি হল মমতা সরকারের ‘রদবদল’ হওয়া  ক্যাবিনেট। বিগত কয়েকদিন ধরে বেশ জলঘোলা কাণ্ড চলে রাজ্য জুড়ে। এই অবস্থার মাঝেই পুরনো মন্ত্রিকে দল থেকে বহিষ্কার করে প্রস্তুত নয়া ক্যাবিনেট।

আরও পড়ুন: TT team: অপ্রতিরোধ্য বিজয়রথ, বার্মিংহামে টেবিল টেনিসে পঞ্চম সোনা জয় করল ভারত

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই ক্যাবিনেটে মোট ৯টি নতুন মুখ স্থান পেয়েছে। প্রথমেই স্থান পেয়েছেন ফুলবদল করে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। এছাড়াও যারা স্থান পেয়েছেন, তাঁরা হলেন যথাক্রমে- উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, পার্থ ভৌমিক, বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন, প্রবীর মজুমদার, সত্যজিত্‍ বর্মণ প্রমুখগণ।

আরও পড়ুন: Lawn Bowl: আবারও ‘স্বর্ণবিজয়’, লন বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোনা জয় ভারতের

মমতার মন্ত্রী তালিকায় যে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা তিনি ১লা আগস্ট তারিখে আয়োজিত হওয়া মন্ত্রিসভার বৈঠকের পরেই জানিয়ে দিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই মন্ত্রিসভার ভাগ্য বদলাতে শুরু করে ও নতুনভাবে রচিত হয় তালিকা। অবশেষে ৩রা আগস্ট তারিখে মমতার মন্ত্রিসভায় যোগ দিল ৯টি নতুন মুখ। এই ৯ জনেই স্পিকারে উপস্থিতিতে নিলেন শপথ। উল্লেখ্য, এই শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল লা গণেশন।